বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

এসএসসি ইতিহাস

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০
এসএসসি ইতিহাস

১. ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি? ক. ইমারত খ. সাহিত্য গ. নথিপত্র ঘ. জীবনী উত্তর :ক. ইমারত ২. ফা-হিয়েন কোন দেশের পরিব্রাজক? ক. চীন খ. জাপান গ. কোরিয়া ঘ. ফ্রান্স উত্তর :ক. চীন ৩. ইতিহাসের অলিখিত উপাদান কোনটি? ক. সাহিত্য খ. বৈদেশিক বিবরণ গ. দলিলপত্র ঘ. স্তম্ভলিপি উত্তর :ঘ. স্তম্ভলিপি ৪. ইতিহাসের পরিধি নির্ভর করে মানুষের- র. চিন্তাভাবনার বিস্তৃতির ওপর রর. পরিকল্পনা কার্যক্রমের ওপর ররর. জীবজন্তু ও পরিবেশের বিস্তৃতির ওপর নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ক. র ও রর ৫. মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে? ক. ১৪ খ. ২০ গ. ২৪ ঘ. ২৮ উত্তর :গ. ২৪ ৬. 'মিশর নীলনদের দান।' কথাটি কে বলেছেন? ক. লিওপোল্ড ডনর্ যাংকে খ. হেরোডোটাস গ.র্ যাপসন ঘ. ফা-হিয়েন উত্তর :খ. হেরোডোটাস ৭. কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল? ক. মিশরীয় খ. সিন্ধু গ. রোমান ঘ. গ্রিক উত্তর :খ. সিন্ধু উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও : মাইশার মামা বাড়ি বগুড়ায় বেড়াতে যায়। বিকেলে মামা তাকে একটি ঐতিহাসিক স্থান দেখাতে নিয়ে যায় এবং বলেন এটি নগরীয় ধ্বংসাবশেষ। পন্ডিতরা মনে করেন, এখানে চাকতিতে খোদাই করা যে লিপি পাওয়া গেছে। এটি বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি। ৮. মাইশা মামার সঙ্গে কোন জনপদে বেড়াতে গিয়েছিল? ক. পুন্ড্র খ. হরিকেল গ. সমতট ঘ. চন্দ্রদ্বীপ উত্তর :ক. পুন্ড্র ৯. উক্ত নগরীর বৈশিষ্ট্য হচ্ছে- র. নাম পরিবর্তন রর. দুটি অঞ্চলে বিভক্ত ররর. সমৃদ্ধ ঐতিহাসিক জনপদ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর ১০. বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী অঞ্চলে কোন জনপদে অবস্থিত ছিল? ক. হরিকেল খ. চন্দ্রদ্বীপ গ. বরেন্দ্র ঘ. গৌড় উত্তর :খ. চন্দ্রদ্বীপ ১১. গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে? ক. ২২০ খ্রিষ্টাব্দে খ. ৩২০ খ্রিষ্টাব্দে গ. ৪২০ খ্রিষ্টাব্দে ঘ. ৫২০ খ্রিষ্টাব্দে উত্তর :খ. ৩২০ খ্রিষ্টাব্দে ১২. কার মৃতু্যর পর বাংলার ইতিহাসে অন্ধকারময় যুগের সূচনা হয়? ক. গোপাল খ. শশাংক গ. হর্ষবর্ধন ঘ. প্রভাকর বর্ধন উত্তর :খ. শশাংক ১৩. ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়- র. শিক্ষানুরাগী ছিলেন বলে র র. নিজ ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে ররর. উত্তর ভারতে প্রভূত্ব স্থাপনে সক্ষম হয়েছিলেন বলে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর ১৪. সিপাহি বিদ্রোহের সময় দিলিস্নর সম্রাট কে ছিলেন? ক. প্রথম বাহাদুর শাহ খ. ফখরুদ্দিন গ. দ্বিতীয় বাহাদুর শাহ ঘ. শাহ সুজা উত্তর :গ. দ্বিতীয় বাহাদুর শাহ ১৫. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? ক. ১৯০৩ খ. ১৯০৫ গ. ১৯০৬ ঘ. ১৯১১ উত্তর :ঘ. ১৯১১ ১৬. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে? ক. ১৮৪৯ সালে খ. ১৮৫৭ সালে গ. ১৮৭৩ সালে ঘ. ১৮৭৭ সালে উত্তর :খ. ১৮৫৭ সালে উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও : আমজাদ সাহেব ঢাকায় বাস করেন। পুত্র আমানকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে ইচ্ছুক তার স্ত্রী। কিন্তু পুত্রকে আমজাদ সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ভর্তি করান। ১৭. কোন আন্দোলনে অনুপ্রাণিত হয়ে আমজাদ সাহেব তার পুত্রকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান? ক. ছয় দফা খ. মুক্তিযুদ্ধ গ. ভাষা আন্দোলন ঘ. গণঅভু্যত্থান উত্তর :গ. ভাষা আন্দোলন ১৮. উক্ত আন্দোলনের ফলাফল- র. মাতৃভাষা অর্জন রর. স্বাধীনতা অর্জন ররর. বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ১৯. কখন থেকে আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালিত হচ্ছে? ক. ১৯৯৯ খ. ২০০০ গ. ২০০১ ঘ. ২০০২ উত্তর :খ. ২০০০ ২০. ছয় দফা কর্মসূচি কোন সালে ঘোষণা করা হয়? ক. ১৯৬৫ খ. ১৯৬৬ গ. ১৯৬৯ ঘ. ১৯৭১ উত্তর :খ. ১৯৬৬ ২১. কত সালের গণঅভু্যত্থানের মুখে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয়? ক. ১৯৬৮ খ. ১৯৬৯ গ. ১৯৭০ ঘ. ১৯৭১ উত্তর :খ. ১৯৬৯ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে