বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

নীলফামারী জেলা যুবদলের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১২ মে ২০২৫, ১০:৩১
নীলফামারী জেলা যুবদলের প্রস্তুতি সভা
ছবি : যায়যায়দিন

আগামী ২৩ মে ‘কৃষি উন্নয়ন’ পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে নীলফামারী জেলা যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নীলফামারীর একটি কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, রংপুর জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নাজমুল ইসলাম নাজু ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সহ সভাপতি জাহাঙ্গীর আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের আহবায়ক মো: শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজাউদ দৌলা, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক মিন্টু, আবু নাঈম মেজবা রিতু, আদনান হাসান শিপন, পৌর যুবদলের আহবায়ক হাসানুজ্জামান তৌহিদ, সদস্য সচিব আবু সাইদ বাবু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান সেলিম, ডিমলা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম লিমন, ডোমার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহিন আলম শান্তসহ জেলা উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী।

1

উপস্হিত সভায় বক্তারা বলেন, তারুণ্যের রূপধারণ একমাত্র যুবদল। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ কে সফল করতে জেলা উপজেলা যুবদলের নেতাকর্মী, সমর্থকদের একত্রিত হতে হবে। এছাড়া বক্তারা বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে