বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

একাদশ শ্রেণির উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (প্রথম পত্র)

মেহেদী হাসান, প্রভাষক, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ লাকসাম, কুমিলস্না
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (প্রথম পত্র)

৩১. নিচের কোনটি উৎপাদনশীলতার সুবিধা?

ক) পণ্যের একক প্রতি মূল্য হ্রাস

খ) পণ্যের একক প্রতি ব্যয় বৃদ্ধি

গ) উৎপাদন ব্যয় হ্রাস

ঘ) কাঁচামালের ব্যয় বৃদ্ধি

উত্তর : গ) উৎপাদন ব্যয় হ্রাস

৩২. উৎপাদনশীলতার অসুবিধা কোনটি?

ক) স্থায়ী ক্রেতা সৃষ্টি খ) নতুন প্রযুক্তি ব্যবহার

গ) উৎপাদন বৃদ্ধি ঘ) বিক্রয়মূল্য হ্রাস

উত্তর : ঘ) বিক্রয়মূল্য হ্রাস

৩৩. উৎপাদনশীলতা বাড়লে-

র. মজুতকরণ ব্যয় বাড়ে

রর. শ্রম দক্ষতা বাড়ে

ররর. বিক্রয় বাড়ে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৩৪. উৎপাদনশীলতার সাথে কয়টি বিষয় জড়িত?

ক) ১ খ) ২

গ) ৩ ঘ) ৪

উত্তর : খ) ২

৩৫. উৎপাদনশীলতার আওতার অন্তর্ভুক্ত-

র. সেবা রর. যোগাযোগ ররর. প্রযুক্তি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৩৬. কখন উৎপাদনশীলতা শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়?

ক) ১৭৭৬ সালে খ) ১৮৩২ সালে

গ) ১৯০১ সালে ঘ) ১৯০৮ সালে

উত্তর : ক) ১৭৭৬ সালে

৩৭. উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তার করে কোনটি?

ক) সম্পদের সুষ্ঠু ব্যবহার খ) উৎপাদন

গ) বিক্রয় মূল্য ঘ) বিন্যাস ব্যবস্থা

উত্তর : ঘ) বিন্যাস ব্যবস্থা

৩৮. উৎপাদনশীলতার পরিবেশ সংক্রান্ত প্রভাব বিস্তারকারী উপাদান-

র. কারখানার বিন্যাস

রর. সরকারি বিধি-বিধান

ররর. প্রযুক্তিগত উপাদান

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

উদ্দীপকটি পড়ে এবং ৩৯ ও ৪০নং প্রশ্নের উত্তর দাও :

মি. রাজীব তার ফার্মের উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করছেন। সেই লক্ষ্যে একজন দক্ষ ব্যবস্থাপক নিয়োগ দিয়েছেন।

৩৯. মি. রাজীবের ফার্মে উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী কোন উপাদানটি লক্ষ্য করা যায়?

ক) প্রাকৃতিক উপাদান খ) কারিগরি উপাদান

গ) ব্যবস্থাপকী উপাদান ঘ) প্রযুক্তি উপাদান

উত্তর : গ) ব্যবস্থাপকী উপাদান

৪০. মি. রাজীবের ফার্মের উৎপাদনশীলতা বাড়লে নিশ্চিত হবে-

র. সম্পদের সদ্ব্যবহার

রর. প্রতিষ্ঠানের উন্নয়ন

ররর. শ্রম ব্যবস্থাপনার উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

উদ্দীপকটি পড়ে এবং ৪১ ও ৪২নং প্রশ্নের উত্তর দাও :

সানিয়া অ্যান্ড কোং ২০২২ সালে ৬,০০,০০০ টাকার পণ্য উৎপাদন করে। এ সময়ে তাদের মোট উপকরণ ব্যবহারের পরিমাণ ছিল- কাঁচামাল ১,০০,০০০ টাকা, মজুরি ১,২০,০০০ টাকা এবং অন্যান্য ১,৫০,০০০ টাকা। ২০২১ সালে তাদের উৎপাদনশীলতা ছিল ১.১।

৪১. সানিয়া অ্যান্ড কোং-এর ২০২২ সালের উৎপাদনশীলতা কত?

ক) ১.২২ খ. ১.৩৩

গ) ১.৪৩ ঘ) ১.৬২

উত্তর : ঘ) ১.৬২

৪২. সানিয়া অ্যান্ড কোং-এর ২০২১ সালের তুলনায় ২০২২ সালের উৎপাদনশীলতা কী নির্দেশ করছে?

র. উৎপাদন ব্যয় হ্রাস

রর. শ্রমদক্ষতা হ্রাস

ররর. ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : খ) র ও ররর

উৎপাদনের উপকরণ

১. উৎপাদনের উপকরণের ধরন কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

উত্তর : ক. ২টি

২. উৎপাদনের প্রধান ও মৌলিক উপাদান কোনটি?

ক. ভূমি খ. শ্রম

গ. মূলধন ঘ. সংগঠন

উত্তর: ক. ভূমি

৩. উৎপাদনের উপকরণ কেমন হয়?

র. সকল উপকরণ স্থানান্তর করা যায়

রর. প্রাকৃতিক ও অপ্রাকৃতি হয়

ররর. ব্যবহারিক মূল্য থাকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. রর ও ররর

উদ্দীপকটি পড়ে এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :

জনাব তরু মিয়া একজন খামার ব্যবসায়ী। তার একটি গবাদিপশুর খামার রয়েছে, যেখানে ১০ জন শ্রমিক কাজ করেন। সঠিক পরিচালনার ফলে জনাব তরু মিয়া বেশ লাভবান হচ্ছেন। গবাদিপশুর খামারে সফলতা পাওয়ায় তিনি এখন মৎস্য খামার দেওয়ার সিদ্ধান্ত নেন।

৪. জনাব তরু মিয়া উৎপাদনের কয়টি উপকরণ ব্যবহার করেছেন?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

উত্তর : গ. ৪টি

৫. উদ্দীপকে জনাব তরু মিয়া মৎস্য খামার দেওয়ার ফলে কী ঘটবে?

র. সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে

রর. কর্মসংস্থান হ্রাস পাবে

ররর. জাতীয় আয় বাড়বে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

৬. নিচের কোনটি গতিশীল নয়?

ক. চাহিদা খ. ভূমি

গ. শ্রম ঘ. মূলধন

উত্তর : খ. ভূমি

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে