বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জন এল বিয়ার্ড

প্রশ্ন : মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ-

উত্তর : স্পুটনিক ১।

প্রশ্ন : কৃত্তিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে-

উত্তর : ৩৬০০ কিলোমিটার।

প্রশ্ন : সর্বপ্রথম মিনি কম্পিউটার তৈরি হয়-

উত্তর : ১৯৬৪ সালে

প্রশ্ন : বর্তমান বিশ্বে প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটার-

উত্তর : আইবিএম মার্ক ১।

প্রশ্ন : লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক-

উত্তর : ট্যাভেলড লিনাক্স।

প্রশ্ন : বিশ্বে প্রথম কম্পিউটার প্রোগ্রামার-

উত্তর : অ্যাডা লাভলেস।

প্রশ্ন : আধুনিক ল্যাপটপের জনক-

উত্তর : বিল মোগরিজ।

প্রশ্ন : মোবাইল ফোনের জনক-

উত্তর : মার্টিন কুপার।

প্রশ্ন : ওয়েবের জনক-

উত্তর : টিম বার্নার্স লি

প্রশ্ন : গুগলের জনক-

উত্তর : ল্যারি পেজ ও সার্জে ব্রিন।

প্রশ্ন : ই বুকের জনক-

উত্তর : মাইকেল স্টার্ন হার্ট।

প্রশ্ন : গুগল ই বুকের যাত্রা শুরু-

উত্তর : ২০১০ সালে।

প্রশ্ন : ভিডিও গেমসের জনক-

উত্তর : রাল্ফ এইচ বেয়ার।

প্রশ্ন : টেলিভিশনের জনক-

উত্তর : জন এল বিয়ার্ড।

প্রশ্ন : লেজার আবিষ্কৃত হয়-

উত্তর : ১৬ মে, ১৯৬০।

প্রশ্ন : মজিলা করপোরেশনের প্রতিষ্ঠা হয়-

উত্তর : ৩ আগস্ট ২০০৫ সালে।

প্রশ্ন : অ্যাপল প্রতিষ্ঠিত হয়-

উত্তর : ১ এপ্রিল ১৯৭৬ সালে।

প্রশ্ন : পারমাণবিক বোমার আবিষ্কারক-

উত্তর : ওপেনহাইমার।

প্রশ্ন : নোকিয়ার জনক-

উত্তর: ফ্লেডিক আইডেসটাম।

প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণকাল-

উত্তর: ১১ মে, ২০১৮।

প্রশ্ন : কম্পিউটারে নেই-

উত্তর: বুদ্ধি বিবেচনা

প্রশ্ন : কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয়-

উত্তর: বাইনারি

প্রশ্ন : কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়-

উত্তর: প্রিন্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে