বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

এসএসসির পৌরনীতি ও নাগরিকতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
এসএসসির পৌরনীতি ও নাগরিকতা

১. ঈরারপং কোন ভাষার শব্দ থেকে এসেছে?

ক. ইংরেজি খ. ফরাসি

গ. ল্যাটিন ঘ. গ্রিক

উত্তর :গ. ল্যাটিন

২. কোনটি নাগরিকের আন্তর্জাতিক বিষয়?

ক. ইউনিয়ন পরিষদ খ. পৌরসভা

গ. জাতিসংঘ ঘ. শাসন বিভাগ

উত্তর :গ. জাতিসংঘ

৩. ব্রম্ননাইয়ের জনসংখ্যা কত?

ক. দুই লক্ষ খ. তিন লক্ষ

গ. চার লক্ষ ঘ. পাঁচ লক্ষ

উত্তর :ক. দুই লক্ষ

৪. সমাজ গঠনের শর্ত-

র. বহুলোকের সংঘবদ্ধতা

রর. একই মতাদর্শ

ররর. সাধারণ উদ্দেশ্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

৫. বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান?

ক. রাষ্ট্রপতি শাসিত খ. একনায়কতান্ত্রিক

গ. সংসদীয় পদ্ধতির ঘ. যুক্তরাষ্ট্রীয়

উত্তর :গ. সংসদীয় পদ্ধতির

৬. নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?

ক. নাগরিকতা খ. নাগরিক

গ. নির্বাচকমন্ডলী ঘ. সদস্য

উত্তর :ক. নাগরিকতা

৭. 'তথ্য'-এর অন্তর্ভুক্ত হবে-

র. দাপ্তরিক নোট শিট

রর. অঙ্কিত চিত্র

ররর. তথ্য উপাত্ত

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. রর ও ররর

৮. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. রাজনৈতিক খ. সামাজিক

গ. অর্থনৈতিক ঘ. সাংস্কৃতিক

উত্তর :ক. রাজনৈতিক

উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :

আবিরের দেশে ঘন ঘন রাষ্ট্রীয় উন্নয়ন নীতি পরিবর্তন হয়। সরকার পরিবর্তনের সাথে নতুন নতুন নীতি গৃহীত হয়। এতে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

৯. আবিরের দেশে কোন রাজনৈতিক ব্যবস্থা ফুটে উঠেছে?

ক. সমাজতান্ত্রিক

খ. একনায়কতান্ত্রিক

গ. গণতান্ত্রিক

ঘ. রাজতান্ত্রিক

উত্তর : গ. গণতান্ত্রিক

১০. উদ্দীপকে উক্ত সমস্যা সমাধানের জন্য যেটি প্রয়োজন বলে মনে হয়-

র. রাষ্ট্রীয় উন্নয়নের সংকল্প

রর. দলের প্রতি বৈরী সম্পর্কের অবসান

ররর. স্বদেশপ্রেম

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

১১. কোন রাষ্ট্রে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে?

ক. যুক্তরাজ্য খ. চীন

গ. ভারত ঘ. কানাডা

উত্তর :ক. যুক্তরাজ্য

১২. কোন সরকারের গঠনপ্রণালি জটিল প্রকৃতির?

ক. এককেন্দ্রিক খ. যুক্তরাষ্ট্রীয়

গ. রাষ্ট্রপতি শাসিত ঘ. সংসদীয়

উত্তর :খ. যুক্তরাষ্ট্রীয়

১৩. 'ম্যাগনাকার্টা' কী?

ক. আইন বই খ. চুক্তিপত্র

গ. অর্থবিল ঘ. অধিকার সনদ

উত্তর :ঘ. অধিকার সনদ

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :

জনাব 'ক' একটি দেশের রাষ্ট্রপ্রধান। জনাব 'খ' একটি দেশের রাষ্ট্রপ্রধান। এদের মধ্যে সমুদ্রের দ্বীপ দখল নিয়ে সংঘাত বেধে যায়। জনাব 'খ' দ্রম্নত সিদ্ধান্ত নিয়ে অভিযান চালিয়ে দ্বীপটি দখল করে নেন। ততক্ষণে জনাব 'ক' সিদ্ধান্ত নিতে পারেননি।

১৪. জনাব 'ক'-এর দেশে সংবিধানের বৈশিষ্ট্য হলো-

র. লিখিত সংবিধান

রর. দুষ্পরিবর্তনীয় সংবিধান

ররর. এতে বিপস্নবের সম্ভাবনা কম

নিচের কোনটি সঠিক?

ক. রর খ. ররর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

উত্তর :গ. র ও রর

১৫. জনাব 'খ'-এর দেশের সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?

ক. সুস্পষ্টতা খ. স্থিতিশীলতা

গ. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় উপযোগী

ঘ. জরুরি প্রয়োজনে সহায়ক

উত্তর : ঘ. জরুরি প্রয়োজনে সহায়ক

১৬. বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?

ক. ১৫৫ খ. ১৫৪ গ. ১৫৩ ঘ. ১৫২

উত্তর :গ. ১৫৩

১৭. দেশের প্রকৃত শাসক হলো-

র. মন্ত্রিসভা রর. প্রধানমন্ত্রী ররর. স্পিকার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

১৮. কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল সংসদে উত্থাপন করা যায় না?

ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি

গ. মন্ত্রিপরিষদ ঘ. প্রধান বিচারপতি

উত্তর :খ. রাষ্ট্রপতি

১৯. মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু কে?

ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি

গ. স্পিকার ঘ. প্রধান বিচারপতি

উত্তর :ক. প্রধানমন্ত্রী

২০. কখন মন্ত্রিসভার পতন ঘটে?

ক. মন্ত্রিসভার মধ্যে দুর্নীতি হলে

খ. রাষ্ট্রপতির মর্জি হলে

গ. আইনসভার আস্থা হারালে

ঘ. জনগণ বিদ্রোহ করলে

উত্তর :গ. আইনসভার আস্থা হারালে

২১. প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়-

ক. সচিবালয়ে খ. সংসদ ভবনে

গ. রাষ্ট্রপতির কার্যালয়ে ঘ. সুপ্রিম কোর্টে

উত্তর :ক. সচিবালয়ে

২২. বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা কত?

ক. ৩০০ খ. ৩৪৫ গ. ৩৫০ ঘ. ৪৫৫

উত্তর :গ. ৩৫০

২৩. ছাত্ররা ২১ ফেব্রম্নয়ারির দিন ১৪৪ ধারা ভঙ্গ করে-

র. সমাবেশ করে

রর. মিছিল করে

ররর. পুলিশকে গুলি করে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে