রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রশ্ন :মেট্রোরেলের স্টেশন সংখ্যা প্রথমে কত ছিল?

উত্তর :১৬।

প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমানে স্টেশন সংখ্যা হবে কত?

উত্তর :১৭।

প্রশ্ন :মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে?

উত্তর :১৯ জুলাই ২০২২।

প্রশ্ন :সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল হবে-

উত্তর :উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত।

প্রশ্ন :মেট্রোরেল প্রকল্প প্রথমে ছিল-

উত্তর :উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।

প্রশ্ন :মেট্রোরেল প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার?

উত্তর :১ দশমিক ১৬ কিলোমিটার।

প্রশ্ন :মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান?

উত্তর :জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার।

প্রশ্ন :মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা?

উত্তর :২১ হাজার ৯৬৫ কোটি টাকা।

প্রশ্ন :সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় কত টাকা?

উত্তর :৩৩ হাজার ৪৭১ দশমিক ৯৯ কোটি টাকা।

প্রশ্ন :মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেবে?

উত্তর :১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা।

প্রশ্ন :এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয় কবে?

উত্তর :১৮ ডিসেম্বর ২০১২।

প্রশ্ন : প্রথম ধাপে মেট্রোরেলের কত কিলোমিটার ও কোন এলাকা চালু হবে?

উত্তর :উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার।

প্রশ্ন :মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?

উত্তর :২৯ নভেম্বর ২০২১।

প্রশ্ন :আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?

উত্তর :১২ ডিসেম্বর ২০২১।

প্রশ্ন :মেট্রোরেলের নির্মাণকাজ পরিচালনা করছে কোন কোন প্রতিষ্ঠান?

উত্তর : থাইল্যান্ডের ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ও চায়নার সিনোহাইড্রো করপোরেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে