বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

১৯. 'লালমতি ও সয়ফুলমুলুক' কী?

ক. আবদুল হাকিমের কাব্যগ্রন্থ

খ. আল মাহমুদের উপন্যাস

গ. শাহ মুহম্মদ সগীরের কাব্যগ্রন্থ

ঘ. ফররুখ আহমদের কাব্যগ্রন্থ

উত্তর : ক. আবদুল হাকিমের কাব্যগ্রন্থ

২০. 'শিহাবুদ্দিননামা' আবদুল হাকিমের কোন ধরনের রচনা?

ক. নাটক খ. উপন্যাস

গ. ছোটগল্প ঘ. কাব্য

উত্তর : ঘ. কাব্য

২১. 'নসীহৎনামা' কার রচিত কাব্য?

ক. শাহ মুহম্মদ সগীর

খ. আবদুল হাকিম

গ. আলাওল

ঘ. সিকান্দার আবু জাফর

উত্তর : খ. আবদুল হাকিম

২২. কবি আবদুল হাকিমের রচিত কাব্য

নয় কোনটি?

ক. রক্তরোগ খ. লালমতি

গ. কারবালা ঘ. শহরনামা

উত্তর : ক. রক্তরোগ

২৩. 'শহরনামা' কোন ধরনের রচনা?

ক. কাব্যনাট্য খ. কাব্যগ্রন্থ

গ. ছোটগল্প ঘ. উপন্যাস

উত্তর : খ. কাব্যগ্রন্থ

২৪. নিচের কোন কাব্যগ্রন্থটি আবদুল হাকিমের রচনা?

ক. শহরনামা

খ. পাঞ্জেরি

গ. বখতিয়ারের ঘোড়া

ঘ. উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ

উত্তর : ক. শহরনামা

২৫. কোন কবির কবিতায় তার অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে-

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. কায়কোবাদ

গ. আবদুল হাকিম

ঘ. আবদুল কাদির

উত্তর : গ. আবদুল হাকিম

২৬. কবি আব্দুল হাকিমের কবিতায় কোনটি পরিচয় মেলে?

ক. অনুপম ব্যক্তিত্বের

খ. অনুপম ছন্দের

গ. চমৎকার উপমার

ঘ. সুন্দর গতিময়তার

উত্তর : ক. অনুপম ব্যক্তিত্বের

২৭. কত খ্রিষ্টাব্দে কবি আবদুল হাকিম মৃতু্যবরণ করেন?

ক. ১১৯০ খ্রিষ্টাব্দে

খ. ১৭৯০ খ্রিষ্টাব্দে

গ. ১৬৯০ খ্রিষ্টাব্দে

ঘ. ১৮৯০ খ্রিষ্টাব্দে

উত্তর:গ

২৮. অসমাপিকা ক্রিয়ার দৃষ্টান্ত হিসেবে নিচের কোন পঙ্‌ক্তিটি সমর্থনযোগ্য?

ক. কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস

খ. সে সবে কহিল মোতে হাবিলাষ

গ. নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন

ঘ. আরবি-ফারসি শাস্ত্রে নাই কোনো রাগ

উত্তর : ক. কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস

২৯. কবি আবদুল হাকিম কাদের অসুবিধার কথা বিবেচনা করে কাব্য রচনা করেন?

ক. কবিদের কথা

খ. যাদের বইপত্র পড়ার অভ্যাস নেই তাদের কথা

গ. কবিবিরোধীদের কথা

ঘ. বাংলা ভাষা অবজ্ঞাকারীদের কথা

উত্তর : খ. যাদের বইপত্র পড়ার অভ্যাস নেই তাদের কথা

৩০. 'সে সবে কহিল মোতে মনে হাবিলাষ'-এখানে 'হাবিলাষ' অর্থ কী?

ক. অভিজাত খ. বিলাস

গ. অভিলাষ ঘ. দুঃখ

উত্তর : গ. অভিলাষ

৩১. 'সে সবে কহিল মোতে' বাক্যাংশের ভাবার্থ হিসেবে নিচের কোনটি সমর্থন করা যায়?

ক. সে আমাকে সবকিছু বলল

খ. তারা সবাই আমাকে বলল

গ. তারা সবাই অনেক কিছু বলল

ঘ. সে আমাকে সবকিছু বলল

উত্তর : খ. তারা সবাই আমাকে বলল

৩২. 'তে কাজে নিবেদিত'-এর পরবর্তী অংশ কোনটি?

ক. মোতে নাহি হাবিলাষ

খ. নাই কোনো রাগ

গ. প্রভু কিবার হিন্দুয়ানি

ঘ. বাংলা করিয়া রচন

উত্তর : ঘ. বাংলা করিয়া রচনা

৩৩. কবি আবদুল হাকিমের কাব্য রচনার

উদ্দেশ্য কী?

ক. শিক্ষিতজনকে আনন্দ দান

খ. সাধারণ মানুষের তুষ্টি

গ. রাজকর্মচারীদের তুষ্ট করা

ঘ. আত্মপ্রচার করা

উত্তর : খ. সাধারণ মানুষের তুষ্টি

৩৪. দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ-একানে 'ভাগ' অর্থ কী?

ক. অংশ খ. ভাগিদার

গ. ভাগ্য ঘ. পাওনাদার

উত্তর : গ. ভাগ্য

৩৫. 'বঙ্গবাণী' কবিতায় আরবি-ফারসি ভাষার প্রতি কবি আবদুল হাকিমের মেনোভাব কেমন?

ক. বিদ্বেষপূর্ণ খ. বিরাগপূর্ণ

গ. সহনশীল ঘ. বিরূপ

উত্তর : গ. সহনশীল

৩৬. 'আরবি ফারসি হিন্দে নাই দুই মত'-চরণে কবির কোন মনোভাবে প্রকাশ পেয়েছে?

ক. শুধু মাতৃভাষার প্রতি অনুরাগ

খ. সব ভাষার প্রতি শ্রদ্ধা

গ. বাংলা ভাষার উৎপত্তি

ঘ. বিদেশি ভাষার প্রতি আকর্ষণ

উত্তর : খ. সব ভাষার প্রতি শ্রদ্ধা

৩৭. 'আলস্না নবীর ছিফত' অর্থ হলো-

ক. আলস্নাহ ও নবীর গুণকীর্তন

খ. আলস্নাহ ও নবীর ভাষা

গ. আলস্নাহ ও নবীর কার্য

ঘ. আলস্নাহ ও নবীর শপথ

উত্তর : ক. আলস্নাহ ও নবীর গুণকীর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে