শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

গবেষণা খাতে অনুদান পেলেন বুয়েট শিক্ষকরা

শিক্ষা জগৎ ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গবেষণা খাতে অনুদান পেলেন বুয়েট শিক্ষকরা
গবেষণা খাতে অনুদান পেলেন বুয়েট শিক্ষকরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) 'অভ্যন্তরীণ গবেষণা অনুদান প্রদান এবং গবেষণা প্রদর্শনী' শিরোনামে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়। বুয়েটের ইসিই ভবনের সেমিনার কক্ষে ১৭ ফেব্রম্নয়ারি আয়োজিত ওই অনুষ্ঠানে এ অনুদান দেওয়া হয়।

উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন এবং শিল্পের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে প্রোগ্রামটি আয়োজন করে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই)।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আখতার হোসেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুলস্নাহ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর হাসিনা খান, ডিবিএল গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরআইএসই-এর পরিচালক অধ্যাপক ডক্টর মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে