শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

৬৪. ঘঅঝড কত সালে গঠিত হয়?

ক) ১৮৬৯ সালে খ) ১৮৭৩ সালে

গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৫ সালে

উত্তর :ঘ) ১৯৫৫ সালে

৬৫. দুস্থ ও দরিদ্র জনগণের কল্যাণ সাধন বা পুনর্বাসনের জন্য ইংল্যান্ডে প্রণীত আইন হলো-

র) ১৬০১ সালের আইন

রর) ১৮৩৪ সালের সংস্কার আইন

ররর) ১৯০৫ সালের আইন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর

খ) রর ও ররর

গ) র ও ররর

ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৬৬. কত সালে সর্বপ্রথম ইংল্যান্ডে দরিদ্র আইন প্রণীত হয়?

ক) ১৩৪৯ সালে

খ) ১৫৩১ সালে

গ) ১৬০১ সালে ঘ) ১৮৩৪ সালে

উত্তর :ক) ১৩৪৯ সালে

৬৭. দরিদ্র আইন বলতে বোঝায়-

র) ভিক্ষুক, ভবঘুরে এবং দুস্থ কল্যাণে প্রণীত আইন

রর) বেকার, অলস ও সুবিধাবঞ্চিত শ্রেণির কর্মসংস্থানে প্রণীত আইন

ররর) দরিদ্রদের শ্রেণিকরণ করে সহায়তাকরণের আইন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর

খ) রর ও ররর

গ) র ও ররর

ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৬৮ ও ৬৯নং প্রশ্নের উত্তর দাও।

সিয়াম ইংল্যান্ডের একটি দরিদ্র আইনের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখতে পায় আইনটি পূর্বোক্ত দরিদ্র আইনগুলোর সংস্কারকৃত রূপ।

৬৮. উদ্দীপকে বর্ণিত দরিদ্র আইনটি কত সালে প্রণীত হয়?

ক) ১৮৩৪ সালে

খ) ১৬০১ সালে

গ) ১৫৩১ সালে

ঘ) ১৩৪৯ সালে

উত্তর :ক) ১৮৩৪ সালে

৬৯. উক্ত দরিদ্র আইনের অন্যতম বৈশিষ্ট্য হলো-

র) কম যোগ্যতার নীতি অনুসরণ

রর) সক্ষম দরিদ্রদের কর্মশালায় কাজ করতে বাধ্য করা

ররর) দরিদ্রদের সামাজিক মর্যাদায় আঘাত

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৭০. ঈঝডঊ-এর পূর্ণরূপ কী?

ক) ঈড়ঁহপরষ ভড়ৎ ঝড়পরধষ ডবষভধৎব ঊফঁপধঃরড়হ

খ) ঈড়ঁহপরষ ড়হ ঝড়পরধষ ডড়ৎশ ঊফঁপধঃরড়হ

গ) ঈড়ঁহপরষ ড়ভ ঝড়পরধষ ডবষভধৎব ঊফঁপধঃরড়হ

ঘ) ঈড়ঁহপরষ ভড়ৎ ঝড়পরধষ ডড়ৎশ ঊফঁপধঃরড়হ

উত্তর : খ) ঈড়ঁহপরষ ড়হ ঝড়পরধষ ডড়ৎশ ঊফঁপধঃরড়হ

৭১ কোন প্রতিষ্ঠান সমাজকর্ম পেশার নৈতিক মানদন্ড নির্ধারণ করে?

ক) ঈঙঝ খ) ঈঝডঊ

গ) ঘঅঝড ঘ) অঅঝঝড

উত্তর : গ) ঘঅঝড

৭২. ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন কততম প্রয়াস?

ক) ৪৩তম খ) ৪৪তম

গ) ৪৫তম ঘ) ৪৬তম

উত্তর : ক) ৪৩তম

৭৩. আমেরিকায় কত সালে ঈঝডঊ গঠিত হয়?

ক) ১৮৬৯ সালে খ) ১৮৭৩ সালে

গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৫ সালে

উত্তর : গ) ১৯৫২ সালে

৭৪. ১৬০১ সালের দরিদ্র আইন কত সালে সংস্কার করা হয়?

ক) ১৮৬৯ সালে খ) ১৮৩৪ সালে

গ) ১৯০৫ সালে ঘ) ১৮৭৩ সালে

উত্তর : খ) ১৮৩৪ সালে

৭৫. ঘঅঝড- এর পূর্ণরূপ কী?

ক) ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ

খ) ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডবষভধৎব

গ) ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশভধৎব

ঘ) ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশবৎং

উত্তর : ঘ) ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশবৎং

৭৬. ১৬০১ দরিদ্র আইন প্রণয়ন করেন কে?

ক) রাজা অষ্টম হেনরি খ) রানী এলিজাবেথ

গ) রাজা জুয়ান কারলোস ঘ) রানী দ্বিতীয় এলিজাবেথ

উত্তর : খ) রানী এলিজাবেথ

৭৭. ১৩৪৯ সাল থেকে ১৫৯৭ সাল পর্যন্ত ইংল্যান্ডে কতটি দরিদ্র আইন প্রণীত হয়?

ক) ৪৪টি খ) ৪৩টি

গ) ৪২টি ঘ) ৪১টি

উত্তর : গ) ৪২টি

৭৮. বিভারিজ রিপোর্টে কয়টি সমস্যা চিহ্নিত করা হয়?

ক) চারটি খ) পাঁচটি

গ) ছয়টি ঘ) সাতটি

উত্তর : খ) পাঁচটি

৭৯. বিভারিজ রিপোর্ট কত সালে প্রকাশিত হয়?

ক) ১৯৪০ সালে খ) ১৯৪১ সালে

গ) ১৯৪২ সালে ঘ) ১৯৪৩ সালে

উত্তর : গ) ১৯৪২ সালে

৮০. আমেরিকায় কত সালে ঈঙঝ গঠিত হয়?

ক) ১৮৬৯ সালে খ) ১৮৭৩ সালে

গ) ১৮৭৭ সালে ঘ) ১৯৫৫ সালে

উত্তর :গ) ১৮৭৭ সালে

৮১. দান সংগঠন সমিতি মূলত কোন মনীষীর মতবাদ দ্বারা পরিচালিত হতো?

ক) থমাস ম্যালথাসের খ) থমাস চালমাসের

গ) ম্যারি রিচমন্ডের ঘ) ফ্রিডল্যান্ডারের

উত্তর :খ) থমাস চালমাসের

৮২. 'এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক' গ্রন্থটি কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়?

ক) ঈঙঝ খ) ঈঝডঊ

গ) ঘঅঝড ঘ) অঅঝঝড

উত্তর : গ) ঘঅঝড

৮৩. শিল্প বিপস্নবের ফলে যেটির উদ্ভব ঘটে-

র) ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ

রর) পুঁজিবাদ

ররর) সমাজতন্ত্রবাদ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

অসুস্থতামঅজ্ঞতামঅপরিচ্ছন্নতমঅভাব

৮৪. উপরের চক্রটি কী বোঝাচ্ছে?

ক) দারিদ্র্যের দুষ্টচক্র খ) বিভারিজ রিপোর্টের দুষ্টচক্র

গ) বেকারত্বের দুষ্টচক্র ঘ) নিম্ন জীবনমানের দুষ্টচক্র

উত্তর : খ) বিভারিজ রিপোর্টের দুষ্টচক্র

নিচের উদ্দীপকটি পড়ে ৮৫ ও ৮৬নং প্রশ্নের উত্তর দাও।

১৭৮০ সাল থেকে ১৮৫০ সালের মধ্যবর্তী সময়ে একটা সুদূরপ্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপস্নব বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং চিন্তাধারায় আমূল পরিবর্তন বয়ে আনে। এর ফলে ইউরোপ তথা সমগ্র পৃথিবীতে নতুন যুগের সূচনা হয়।

৮৫. উদ্দীপকে উলিস্নখিত বিপস্নব বা আমূল পরিবর্তনের নাম কী?

ক) রুশ বিপস্নব খ) সবুজ বিপস্নব

গ) ফরাসি বিপস্নব ঘ) শিল্প বিপস্নব

উত্তর :ঘ) শিল্প বিপস্নব

৮৬. উদ্দীপকের ঘটনাটির ইতিবাচক প্রভাব কোনটি?

র) বস্তুগত উন্নয়ন

রর) সমাজকর্মের উদ্ভব

ররর) জটিল সমস্যার উদ্ভব

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে