শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন :দক্ষিণ এশিয়ার ৩য় দেশ হিসেবে করোনার টিকাদান এ কর্মসূচি চালু করে কোন দেশ?

উত্তর :বাংলাদেশ।

প্রশ্ন :দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন কে?

উত্তর :রুনু ভেরোনিকা কস্তা (কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স)।

প্রশ্ন :নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে তোলা নতুন গ্রামের নাম কী?

উত্তর :মুজিববর্ষ ভিলেজ।

প্রশ্ন :প্রথমবারের মতো দেশের নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?

উত্তর :সিলেট।

প্রশ্ন :ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ চৌকস দল কোন গানটি বাজিয়েছে?

উত্তর :'শোননা একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি।

প্রশ্ন :কোন নেটওয়ার্কের মাধ্যমে এখন বিদেশ থেকে দেশে টাকা আনা যাবে?

উত্তর :হোমসেন্ড নেটওয়ার্ক।

প্রশ্ন :চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র কে?

উত্তর :রেজাউল করিম চৌধুরী।

প্রশ্ন :বাংলাদেশ-মিয়ানমার-চীন বৈঠক রোডম্যাপ এ বাস্তবায়নে কতটি সিদ্ধান্ত হয়েছে?

উত্তর :৬টি।

প্রশ্ন :পায়রা সেতু নির্মাণ হয়েছে কোথায়?

উত্তর :লেবুখালী, পটুয়াখালী।

প্রশ্ন :পায়রা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর :১৪৭০ মিটার (প্রস্থ ১৯.৭৬ মিটার।)

প্রশ্ন :বর্তমানে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে?

উত্তর :২৪টি।

প্রশ্ন :সবচেয়ে বেশি লবণাক্ত পানির নদী কোনটি?

উত্তর :শিবসা (খুলনা)।

প্রশ্ন :চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর :৩য়।

প্রশ্ন :ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর :৪র্থ।

প্রশ্ন :বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর :অষ্টম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে