মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

৩৩. বেল্‌ লেৎর শব্দটি কোন ভাষার?

\হক) ল্যাটিন খ) গ্রিক

\হগ) পর্তুগিজ ঘ) ফরাসি

\হসঠিক উত্তর : ঘ) ফরাসি

\হ৩৪. গীতিকবিতা সাধারণত যে ধরনের হয়ে থাকে-

র. ভক্তিমূলক রর. প্রেমমূলক ররর. স্বদেশপ্রীতিমূলক

নিচের কোনটি সঠিক?

\হক) র ও রর খ) রর ও ররর

\হগ) র ও ররর ঘ) র, রর ও ররর

\হসঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

\হ৩৫. কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

\হক) তিন খ) চার

\হগ) পাঁচ ঘ) ছয়

\হসঠিক উত্তর : ক) তিন

\হ৩৬. বঙ্কিমচন্দ্রের সমকালে ইতিহাস আশ্রিত উপন্যাসে আর কে রচনা করেছিল?

\হক) রমেশচন্দ্র দত্ত খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

\হগ) সমরেশ বসু ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

\হসঠিক উত্তর : ক) রমেশচন্দ্র দত্ত

\হ৩৭. কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে হায়াৎ মাহমুদ অবসর গ্রহণ করেন?

\হক) ঢাকা বিশ্ববিদ্যালয়

\হখ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

\হগ) রাজশাহী বিশ্ববিদ্যালয়

\হঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

\হসঠিক উত্তর : খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৩৮. 'অরূপরতন' রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের রচনা?

\হক) কবিতা খ) প্রবন্ধ

\হগ) নাটক ঘ) উপন্যাস

\হসঠিক উত্তর : গ) নাটক

\হ৩৯. কোন দ্বীপকে লঙ্কা দ্বীপ বলা হয়?

\হক) সুমাত্রা খ) সিংহল

\হগ) মালয় ঘ) দারুচিনি

\হসঠিক উত্তর : খ) সিংহল

\হ৪০. নাটক সাধারণত কয় অঙ্কে বিভক্ত থাকে?

\হক) তিন খ) চার

\হগ) পাঁচ ঘ) ছয়

\হসঠিক উত্তর : গ) পাঁচ

\হ৪১. 'কিশোর বাংলা অভিযান' গ্রন্থের লেখক কে?

\হক) আনিসুজ্জামান খ) হায়াৎ মামুদ

\হগ) হুমায়ুন আজাদ ঘ) কবীর চৌধুরী

\হসঠিক উত্তর : খ) হায়াৎ মামুদ

\হ৪২. নাটককে দৃশ্যকাব্য বলা হয় কেন?

\হক) নাটকে রস উপলব্ধির বিষয়টি জড়িত বলে

\হখ) সমাজজীবনের দর্পণ তাই

\হগ) মানবজীবনের চিত্রণ

\হঘ) নাটক দেখা হয় বলে

\হসঠিক উত্তর : ঘ) নাটক দেখা হয় বলে

\হ৪৩. অ্যারিস্টটলের বক্তব্য মতে কমেডির বৈশিষ্ট্য-

র. এটি কাউকে পীড়ন করে না

রর. ব্যথা দেয় না

ররর. এটি হাস্যরস সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক?

\হক) র ও রর খ) রর ও ররর

\হগ) র ও ররর ঘ) র, রর ও ররর

\হসঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

\হ৪৪. হায়াৎ মামুদ খ্যাতি লাভ করেন-

\হক) কবিতা ও প্রবন্ধে খ) গবেষণা ও প্রবন্ধে

\হগ) নাটক ও প্রবন্ধে ঘ) গবেষণা ও কবিতায়

\হসঠিক উত্তর : খ) গবেষণা ও প্রবন্ধে

\হ৪৫. প্রাচীন ও মধ্যযুগে যে কারণে উপন্যাস রচিত হয়নি-

র. তখন গদ্যভাষা প্রচলিত ছিল না

রর. তখন কাহিনীধর্মী রচনা রচিত হতো না

ররর. সকল সাহিত্যই তখন পদ্যভাষায় লেখা হতো

নিচের কোনটি সঠিক?

\হক) র ও রর খ) রর ও ররর

\হগ) র ও ররর ঘ) র, রর ও ররর

\হসঠিক উত্তর : গ) র ও ররর

\হ৪৬. মাইকেল মধুসূদন তার কোন রচনায় মহাকাব্যের চূড়ান্ত রূপ প্রকাশ করেন?

\হক) তিলোত্তমাসম্ভব কাব্য

\হখ) ব্রজাঙ্গনা কাব্য

\হগ) মেঘনাদবধ কাব্য

\হঘ) বীরাঙ্গনা কাব্য

\হসঠিক উত্তর : গ) মেঘনাদবধ কাব্য

৪৭. হায়াৎ মামুদ ঢাকার কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন?

\হক) ঢাকার সেন্ট গ্রেগরিজ হাইস্কুল

\হখ) মেদিনীপুর জেলা স্কুল

\হগ) ঢাকা কলেজিয়েট স্কুল

\হঘ) ভোলাহাট রামেশ্বরী ইনস্টিটিউশন

\হসঠিক উত্তর : ক) ঢাকার সেন্ট গ্রেগরিজ হাইস্কুল

৪৮. সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ পড়াতে গিয়ে বাংলা শিক্ষক আমিনুল ইসলাম ছাত্রদের কবিতার প্রধান দুটি রূপভেদের আলোচনা করছিলেন। তিনি কী কী নিয়ে আলোচনা করছিলেন?

\হক) বিদ্রোহী কবিতা, লোক ছড়া

\হখ) কমেডি, ট্র্যাজেডি

\হগ) গীতিকবিতা, মহাকাব্য

\হঘ) ধ্রম্নপদী কবিতা, আধুনিক কবিতা

সঠিক উত্তর : গ) গীতিকবিতা, মহাকাব্য

৪৯. কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্যে কী হিসেবে পরিচিত?

\হক) পলিস্নকবি খ) বিদ্রোহী কবি

\হগ) বিশ্বকবি ঘ) প্রথাবিরোধী কবি

সঠিক উত্তর : খ) বিদ্রোহী কবি

৫০. সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে কোন গ্রন্থটি বিস্তারিত আলোচনা করেছে?

ক) আত্মপরিচয় খ) বেদান্তগ্রন্থ

গ) সাহিত্য সন্দর্শন ঘ) বেদান্তসার

সঠিক উত্তর :গ) সাহিত্য সন্দর্শন

৫১. রবীন্দ্রনাথ যখন টিএস এলিয়টের একটি কবিতা প্রথম অনুবাদ করেন তখনই বাঙালি কবিদের প্রথম আধুনিক কবিতার সঙ্গে পরিচয় ঘটে। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে দুজন কবির প্রসঙ্গে বলা হয়েছে, তারাও বাংলার কবি পাঠকদের নতুন কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তারা হলেন-

র. কাজী নজরুল ইসলাম

রর. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ররর. জসীমউদ্‌দীন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর :গ) র ও ররর

৫২. কবিতার প্রধান রূপভেদ কয়টি?

\হক) দুইটি খ) তিনটি

\হগ) চারটি ঘ) পাঁচটি

সঠিক উত্তর : ক) দুইটি

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে