মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

গণ বিশ্ববিদ্যালয়ে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গণ বিশ্ববিদ্যালয়ে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাল্টিডিসিপিস্ননারি রিসার্চের উদ্যোগে ১৮ ফেব্রম্নয়ারি দিনব্যাপী এই প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মোট ২২টি গবেষণাক্রমের ফলাফল পোস্টারের মাধ্যমে প্রদর্শন করা হয়। এছাড়া ওই গবেষণাসমূহের সারসংক্ষেপ বই আকারে প্রকাশ করা হয়েছে- যা ওইদিন উন্মুক্ত করা হয়। পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠানের উদ্যোক্তা এবং প্রধান সম্পাদক বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রধান ডক্টর ফুয়াদ হোসেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আবুল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর মাল্টিডিসিপিস্ননারি রিসার্চ এর পরিচালক ডা. মো. তারিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে