মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

৫৩. তন্ময় প্রবন্ধ রচনার মুখ্য হয়ে দেখা দেয় লেখকের-

র. পান্ডিত্য রর. বুদ্ধি ররর. জ্ঞানের পরিচয়

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

৫৪. হায়াৎ মামুদ কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেন?

ক) ১৯৫৬ খ) ১৯৫৭

গ) ১৯৫৮ ঘ) ১৯৫৯

সঠিক উত্তর : গ) ১৯৫৮

৫৫. মহাকাব্য কোন কাহিনী অবলম্বন করে রচিত হয়?

ক) প্রেমের কাহিনী খ) যুদ্ধবিগ্রহের কাহিনী

গ) রাজার কাহিনী ঘ) সাধারণ মানুষের কাহিনী

সঠিক উত্তর : খ) যুদ্ধবিগ্রহের কাহিনী

৫৬. 'প্রেম-অপ্রেম নিয়ে বেঁচে আছি' কোন শ্রেণির গ্রন্থ?

ক) উপন্যাস খ) গল্পগ্রন্থ

গ) কাব্যগ্রন্থ ঘ) প্রহসন

সঠিক উত্তর : গ) কাব্যগ্রন্থ

৫৭. হায়াৎ মামুদ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি লাভ করেন?

ক) স্নাতক খ) স্নাতকোত্তর

গ) এমফিল ঘ) পিএইচডি

সঠিক উত্তর :ঘ) পিএইচডি

৫৮. 'ছোট প্রাণ, ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা' কবিতাটি কার?

ক) মাইকেল মধুসূদন দত্ত খ) দীনবন্ধু মিত্র

গ) গিরিশচন্দ্র ঘোষ ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর : ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৫৯. জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত সব রচনাই প্রবন্ধ সাহিত্য হিসেবে গণ্য নয় কেন?

ক) তথ্যের অভাবে খ) ছন্দের অভাবে

গ) সৃজনশীলতার অভাবে ঘ) গুরুগম্ভীর ভাষার অভাবে

সঠিক উত্তর : গ) সৃজনশীলতার অভাবে

৬০. বিশাল পরিধির একটি বিষয়ের নাম কী?

ক) সাহিত্য খ) কবিতা

গ) নাটক ঘ) উপন্যাস

সঠিক উত্তর : ক) সাহিত্য

৬১. বাংলা সাহিত্যে ছোটগল্প শব্দটি কত বছর ধরে ব্যবহৃত হচ্ছে?

ক) ত্রিশ-চলিস্নশ বছর খ) চলিস্নশ-পঞ্চাশ বছর

গ) প্রায় একশত বছর ঘ) দেড়শ-দুইশ বছর

সঠিক উত্তর : খ) চলিস্নশ-পঞ্চাশ বছর

৬৩. শূর্পণখা কার বোন?

ক) মেঘনাদের খ) রামের

গ) লক্ষ্ণণের ঘ) রাবণের

সঠিক উত্তর : ঘ) রাবণের

৬৪. সাহিত্যের কোন শাখাটির আরম্ভ ও উপসংহার নাটকীয় হওয়া চাই?

ক) ট্র্যাজেডি খ) কমেডি

গ) ছোটগল্প ঘ) উপন্যাস

সঠিক উত্তর : গ) ছোটগল্প

৬৫. বেল্‌ লেৎরকে বাংলায় কী বলা যায়?

ক) চারুকথন খ) মিষ্টিকথন

গ) অতিভাষণ ঘ) অভিবাসন

সঠিক উত্তর : ক) চারুকথন

৬৬. হায়াৎ মামুদের সাহিত্যচর্চা শুরু হয়-

ক) কবিতা ও গল্প দিয়ে

খ) উপন্যাস ও নাটক দিয়ে

গ) গল্প ও উপন্যাস দিয়ে

ঘ) প্রবন্ধ ও কবিতা দিয়ে

সঠিক উত্তর : ক) কবিতা ও গল্প দিয়ে

৬৭. ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বাংলায় উপন্যাস রচনায় হাত দেন কে?

ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

\হঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর : ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উদ্ধৃত অংশটুকু পড়ে এবং নিচের প্রশ্নের উত্তর দাও:

ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজি সাহিত্য পড়ে বাংলা ভাষায় সাহিত্য রচনা করতে উৎসাহিত হন। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশ নন্দিনী' তিনি রচনা করেন। ইংরেজি উপন্যাস সাহিত্যের আলোকে উপন্যাসটি রচিত হয় বিদায় এটিই প্রথম সার্থক উপন্যাস।

৬৮. বঙ্কিমচন্দ্র ইংরেজি উপন্যাস পাঠ করে বাংলা উপন্যাস রচনা করেন কেন?

ক) ঊনিশ শতকের আগে বাংলায় উপন্যাস রচিত হতো না

খ) তিনি বাংলা উপন্যাস পড়তেন না

গ) তিনি বাংলা ভাষায় রচিত সাহিত্যকে নিম্নশ্রেণির মনে করতেন

ঘ) তিনি ইংরেজি ভাষার প্রতি আসক্ত ছিলেন

সঠিক উত্তর : ক) ঊনিশ শতকের আগে বাংলায় উপন্যাস রচিত হতো না

কপোতাক্ষ নদ

১. মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮২৪ সালে খ. ১৮৪২ সালে

গ. ১৮৭৩ সালে ঘ. ১৮৩৭ সালে

উত্তর : ক. ১৮২৪ সালে

২. কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান 'সাগরদাঁড়ি' গ্রামটি কোনো জেলার অন্তর্গত?

ক. যশোর খ. কুষ্টিয়া

গ. সাতক্ষীরা ঘ. খুলনা

উত্তর : ক. যশোর

৩. কবি মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন?

ক. ১৮৪২ সালে খ. ১৮৪৫ সালে

ঘ. ১৮৫০ সালে ঘ. ১৮৫৫ সালে

উত্তর : ক. ১৮৪২ সালে

৪. 'তিলোত্তমাসম্ভব' মধুসূদনের কোন ধরনের রচনা?

ক. নাটক খ. কাব্য

গ. প্রহসন ঘ. উপন্যাস

উত্তর : খ. কাব্য

৫. মাইকেল মধুসূদনের লেখা কাব্য কোনটি?

ক. বীরাঙ্গনা কাব্য খ. শর্মিষ্ঠা নাটক

গ. মেঘনাদবধ কাব্য ঘ. ব্রজাঙ্গনা কাব্য

উত্তর : গ. মেঘনাদবধ কাব্য

৬. 'একেই কি বলে সভ্যতা' মধুসূদনের কোন ধরনের রচনা?

ক. নাটক খ. প্রহসন

গ. উপন্যাস ঘ. প্রবন্ধ

উত্তর : খ. প্রহসন

৭. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন কে করেন?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. বিহারীলাল চক্রবর্তী

উত্তর : ক. মাইকেল মধুসূদন দত্ত

৮. কত সালে মাইকেল মধুসূদন দত্ত পরলোকগমন করেন?

ক. ১৮৮৩ সালে খ. ১৮৭৩ সালে

গ. ১৮৭৬ সালে ঘ. ১৮৮৬ সালে

উত্তর : খ. ১৮৭৩ সালে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে