রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চুয়েটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

চুয়েট প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রম্নয়ারি দিনের প্রথম প্রহরে ক্যাম্পাসের আবাসিক এলাকায় উত্তর গোলচত্বর থেকে প্রভাতফেরির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। এতে কালোব্যাজ ধারণ করে চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরপর চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক জামাল উদ্দীন আহমেদ ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়া শহীদদের প্রতি সম্মান জানাতে চুয়েটের বিভিন্ন হল, শিক্ষক সমিতি ও ক্লাবসহ ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে একাডেমিক কাউন্সিল কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও একুশে ফেব্রম্নয়ারি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ডক্টর মো. রেজাউল করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে