বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১১ মার্চ ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

নিমগাছ

৯. 'নিমের হাওয়া ভালো, থাক, কেটো না'- কে বলে?

ক. নতুন লোক খ. কবি

গ. কবিরাজ ঘ. বিজ্ঞরা

উত্তর : ঘ. বিজ্ঞরা

১০. 'মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে'- এখানে কী বোঝানো হয়েছে?

ক. শিকড়ের বিস্তৃতি

খ. সংসারের জালে চারদিকে আবদ্ধ হওয়া

গ. গাছের বিস্তৃতি

ঘ. নিমগাছটির স্থিরতা

উত্তর : ক. শিকড়ের বিস্তৃতি

১১. বনফুল কোন প্রতিষ্ঠান থেকে এমবি পাস করেন?

ক. ঢাকা মেডিকেল কলেজ

খ. কলকাতা মেডিকেল কলেজ

গ. পাটনা মেডিকেল কলেজ

ঘ. হুগলি মেডিকেল কলেজ

উত্তর :গ. পাটনা মেডিকেল কলেজ

১২. কোনটি বনফুলের লেখা জীবনী নাটক?

ক. রবিঠাকুর খ. ভারতচন্দ্র

গ. বিদ্রোহী নজরুল ঘ. শ্রীমধুসূদন

উত্তর :ঘ. শ্রীমধুসূদন

১৯. বলাইচাঁদ মুখোপাধ্যায় কোন উপাধি লাভ করেন?

ক. ভারতরত্ন খ. পদ্মভূষণ

গ. বনফুল ঘ. নাইট

উত্তর :খ. পদ্মভূষণ

১৩. কত সালে বনফুলের লেখা প্রথম প্রকাশিত হয়?

ক. ১৯০৮ সালে খ. ১৯১৮ সালে

গ. ১৯২০ সালে ঘ. ১৯২৮ সালে

উত্তর :খ. ১৯১৮ সালে

১৪. কোনটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচিত গ্রন্থ?

ক. বনফুলের গল্প খ. কল্পনা

গ. কুহেলিকা ঘ. পঞ্চাশৎ

উত্তর :ক. বনফুলের গল্প

১৫. কী ধরনের লেখালেখির ভেতর দিয়ে বনফুলের সাহিত্য-অঙ্গনে প্রবেশ ঘটে?

ক. গল্প ও অনুকবিতা খ. নাটক ও উপন্যাস

গ. গল্প ও ব্যঙ্গ-কবিতা ঘ. ব্যঙ্গ-কবিতা ও প্যারডি

উত্তর : ঘ. ব্যঙ্গ-কবিতা ও প্যারডি

১৬. নিচের কোনটি বনফুলের লেখা গল্পগ্রন্থ?

ক. দামিনী খ. বাহুল্য

গ. শ্রীকান্ত ঘ. মৌরিফুল

উত্তর :খ. বাহুল্য

১৭. নিচের কোনটির মাধ্যমে বনফুলের সাহিত্য-অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে?

ক. সবুজপত্র খ. শনিবারের চিঠি

গ. যুগবাণী ঘ. আষাঢ়ে গপ্পো

উত্তর :খ. শনিবারের চিঠি

১৮. কী হিসেবে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবনের সূচনা ঘটে?

ক. সাংবাদিক খ. ম্যাজিস্ট্রেট

গ. মেডিকেল অফিসার ঘ. জেলা প্রশাসক

উত্তর : গ. মেডিকেল অফিসার

১৯. বনফুল কত সালে মৃতু্যবরণ করেন?

ক. ১৯৪৯ সালে খ. ১৯৫৯ সালে

গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭৯ সালে

উত্তর :ঘ. ১৯৭৯ সালে

২০. বনফুলের মৃতু্যস্থান কোনটি?

ক. ঢাকা খ. কলকাতা

গ. মিউনি ঘ. সিডনি

উত্তর :খ. কলকাতা

২১. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্মস্থান কোনটি?

ক. পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা

খ. বিহারের পূর্ণিয়া

গ. কলকাতার জোড়াসাঁকো

ঘ. হুগলি জেলার ভুরশুট পরগণা

উত্তর : খ. বিহারের পূর্ণিয়া

২২. বাড়ির বউ নিমগাছটির মতো-

র. অবহেলিত রর. উপকারী ররর. কর্মবিমুখ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

২৩. বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

ক. মৌড়া খ. নিমতা

গ. সাগরদাঁড়ি ঘ. মণিহার

উত্তর :ঘ. মণিহার

২৪. যে নিমগাছে শান বাঁধিয়ে দেয়, সে-

র. সৌন্দর্যের পূজারি

রর. স্বাস্থ্য সচেতন

ররর. ঔষধি গুণের সমাদরকারী

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

২৫. বনফুল কোন বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন?

ক. সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয়

খ. মেদিনীপুর জেলা স্কুল

গ. সেন্টগ্রেগরিজ হাই স্কুল

ঘ. খিদিরপুর বাংলা স্কুল

উত্তর : ক. সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয়

২৬. বনফুল কত সালে ম্যাট্রিক পাস করেন?

ক. ১৯০৮ খ. ১৯১৮

গ. ১৯২৮ ঘ. ১৯৩৮

উত্তর :খ. ১৯১৮

২৭. বনফুল কোথা থেকে আইএসসি পাস করেন?

ক. রিপন কলেজ খ. সংস্কৃত কলেজ

গ. হুগলি কলেজ ঘ. সেন্ট কলম্বাস কলেজ

উত্তর :ঘ. সেন্ট কলম্বাস কলেজ

২৮. কবিকে নিমগাছের ভালো লাগল কেন?

ক. নিমগাছের প্রশংসা করার জন্য

খ. কবিতা শোনানোর জন্য

গ. গাছের যত্ন নেওয়ার জন্য

ঘ. ভালো কবিতা লেখার জন্য

উত্তর : ক. নিমগাছের প্রশংসা করার জন্য

২৯. নিমগাছের দিকে কবি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন কেন?

ক. এর সৌন্দর্যের জন্য

খ. কবিতা শোনানোর জন্য

গ. বৃক্ষপ্রেমের জন্য

ঘ. ভালো কবিতা লেখার জন্য

উত্তর : গ. বৃক্ষপ্রেমের জন্য

৩০. লোকটাকে দেখে নিমগাছটার কী ইচ্ছা হলো?

ক. ভালোবাসতে খ. কথা বলতে

গ. অনুভূতি জানাতে ঘ. সঙ্গে যেতে

উত্তর :ঘ. সঙ্গে যেতে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে