বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৬ মার্চ ২০২৪, ০০:০০
মুহম্মদ নূরুল হুদা

প্রশ্ন : প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?

উত্তর : ৭২.৮ বছর।

প্রশ্ন : দারিদ্র্যের হার কত?

উত্তর : ২০.৫%

প্রশ্ন : চরম দারিদ্র্যের হার কত?

উত্তর : ১০.৫%

প্রশ্ন : মাথাপিছু আয় কত?

উত্তর : ২,২২৭ মার্কিন ডলার

প্রশ্ন : মাথাপিছু এউচ কত?

উত্তর : ২,০৯৭ মার্কিন ডলার

প্রশ্ন : সাক্ষরতার (৭+) হার কত?

উত্তর : ৭৫.২%

প্রশ্ন : মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে-

উত্তর : ঘধঃরড়হধষ ঊয়ঁরঢ়সবহঃ ওফবহঃরঃু

প্রশ্ন: জবমরংঃবৎ ঘঊওজ কার্যক্রম চালু করা হয় কবে?

উত্তর : ১ জুলাই ২০২১

প্রশ্ন : ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু চেয়ার' প্রতিষ্ঠিত হয়েছে?

উত্তর : দিলিস্ন বিশ্ববিদ্যালয়

প্রশ্ন : 'আয়োডিনযুক্ত লবণ বিল, ২০২১' জাতীয় সংসদে পাস হয় কবে?

উত্তর : ১৪ জুন ২০২১

প্রশ্ন : বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : অষ্টম

প্রশ্ন : ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত জাতীয় জনসংখ্যা (প্রাক্কলিত) কত?

উত্তর : ১৬.৯১ কোটি

প্রশ্ন : বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?

উত্তর : মুহম্মদ নূরুল হুদা

প্রশ্ন : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের কার্যালয় কোথায়?

উত্তর : ঢাকা।

প্রশ্ন : সাক্ষরতার হারে শীর্ষ জেলা-

উত্তর : পিরোজপুর।

প্রশ্ন : সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা-

উত্তর : জামালপুর

প্রশ্ন : সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ-

উত্তর : বরিশাল।

প্রশ্ন : সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ-

উত্তর : ময়মনসিংহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে