বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১৬ মার্চ ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

১৭. পৃথিবীতে সবাই-

ক. স্বার্থপর খ. লোভী

গ. মানবদরদি ঘ. চিরস্থায়ী নয়

উত্তর :ঘ. চিরস্থায়ী নয়

১৮. শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধ কত দিন থাকবে?

ক. পাঁচ দিন খ. সাত দিন

গ. দশ দিন ঘ. অনন্তকাল

উত্তর : ঘ. অনন্তকাল

১৯. এশিরিয়া বেবিলন এখন কেমন?

ক. পরিপূর্ণ গড়া সভ্যতা

খ. এখনও সৌন্দর্যে ভরপুর

গ. ধ্বংসস্তূপ

ঘ. ফুলে-ফলে ভরা

উত্তর : গ. ধ্বংসস্তূপ

২০. 'সাধ' শব্দের অর্থ হলো

ক. খোয়াব খ. পুলক

গ. স্পৃহা ঘ. মমতা

উত্তর : গ. স্পৃহা

২১. 'আমি চলে যাব বলে' এখানে 'আমি' কে?

ক. কবি খ. প্রকৃতি

গ. স্বপ্ন ঘ. সৌন্দর্য

উত্তর : ক. কবি

২২. 'একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ' কিসের?

ক. ইতিহাসের খ. মানুষের

গ. প্রকৃতির ঘ. সভ্যতার

উত্তর : ঘ. সভ্যতার

২৩. মরণশীল ব্যক্তি মানুষ মৃতু্যর কোলে ঢলে পড়ে, কিন্তু চিরকালের ব্যস্ততা থাকে-

ক. সমুদ্রে খ. পাহাড়ে

গ. আকাশে ঘ. প্রকৃতিতে

উত্তর : ঘ. প্রকৃতিতে

২৪. শিশির কোন ফুলে পড়ে?

ক. পলাশ খ. শিমুল

গ. শিউলী ঘ. চালতা

উত্তর : ঘ. চালতা

২৫. জীবনানন্দ দাশ কত সালে ট্রাম দুর্ঘটনায় মারা যান?

ক. ১৯২১ খ. ১৯৩৪

গ. ১৯৫০ ঘ. ১৯৫৪

উত্তর : ঘ. ১৯৫৪

২৬. জীবনানন্দ দাশের কাব্য লক্ষণীয়-

র. আধুনিক জীবনচেতনার বহিঃপ্রকাশ

রর. প্রকৃতির রূপবৈচিত্র্যের প্রতি অনুরাগ

ররর. মধ্যবিত্ত নাগরিকের কথকতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

২৭. খেয়ানৌকাগুলো কোথায় এসে লেগেছে?

ক. ঘাটের কাছে খ. চরের কাছে

গ. নদীর মোহনায় ঘ. সমুদ্রসৈকতে

উত্তর : খ. চরের কাছে

২৮. চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে- এখানে কবির প্রশ্ন কী সম্পর্কিত?

ক. প্রকৃতির সৌন্দর্য খ. জগতের বহমানতা

গ. সৃষ্টিকর্মের অমরত্ব ঘ. মানবমনের অনুভূতি

উত্তর : খ. জগতের বহমানতা

২৯. সেইদিন এই মাঠ কবিতায় পৃথিবীতে কী চিরকাল বেঁচে থাকার কথা বলা হয়েছে?

ক. নৃত্য খ. গল্প

গ. সঙ্গীত ঘ. নাটক

উত্তর : খ. গল্প

৩০. কবি জীবনানন্দ দাশের দৃষ্টিতে কোনটি অনন্য রূপসী?

ক. সমস্ত পৃথিবী খ. কলকাতার প্রকৃতি

গ. দিগন্ত বিস্তৃত মাঠ ঘ. বাংলার প্রকৃতি

উত্তর : ঘ. বাংলার প্রকৃতি

রানার

১. রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন?

ক. মেঘাচ্ছন্ন থাকায়

খ. অভাবের তাড়নায়

গ. সূর্য না ওঠায়

ঘ. কলকারখানার কারণে

উত্তর : খ. অভাবের তাড়নায়

২. দসু্যর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন?

ক. চাকরি হারানোর জন্য

খ. ডাক না পাওয়ার ভয়ে

গ. বাড়ি ফেরার তাড়া থাকায়

ঘ. দায়িত্ববোধের কারণে

উত্তর : ঘ. দায়িত্ববোধের কারণে

নিচের উদ্দীপকটি পড়ে ৩নং প্রশ্নের উত্তর দাও :

সুমন বেশ স্বেচ্ছাচারী। সব কাজই দায়সারাগোছে শেষ করে। ইচ্ছামতো অফিসে যাতায়াত করে। একদিন জরুরি সভা উপলক্ষে কর্মকর্তা অফিসে এসে দেখেন গেট বন্ধ। ফলে সব আয়োজন পন্ড হয়ে যায়।

৩. উদ্দীপকের সুমন ও রানার কবিতার রানারের সাদৃশ্যের দিকটি হলো তারা উভয়েই-

র. চাকরিজীবী

রর. দাসত্ব সচেতন

ররর. সেবাদানকারী

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. র ও ররর

৪. কে রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে?

ক. পথের তৃণ খ. ভোরের আকাশ

গ. রাতের তারা ঘ. কালো রাত্রি

উত্তর : গ. রাতের তারা

৫. রানারের জীবনের দুঃখ কে জানবে?

ক. তার স্ত্রী খ. আকাশের তারা

গ. কালো রাত ঘ. পথের তৃণ

উত্তর : গ. কালো রাত

৬. 'পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে'। এখানে মেলে শব্দের অর্থ কী?

ক. বিকশিত খ. সাদৃশ্য

গ. ডাকে ঘ. সন্ধানে

উত্তর : ক. বিকশিত

৭. রানার কবিতায় মিটিমিটি করে চায় কে?

ক. প্রকৃতি খ. জোনাকিরা

গ. তারারা ঘ. হরিণ

উত্তর : খ. জোনাকিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে