বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
আবদুল জব্বার

প্রশ্ন : বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে?

উত্তর : এস এম শফিউদ্দিন আহমেদ।

প্রশ্ন : বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধান কে?

উত্তর : শেখ আব্দুল হান্নান।

প্রশ্ন : সালাম সালাম হাজার সালাম' গানের গীতিকার কে?

উত্তর : ফজল-এ-খোদা

প্রশ্ন : সালাম সালাম হাজার সালাম' গানের কণ্ঠশিল্পী কে?

উত্তর : আবদুল জব্বার

প্রশ্ন : ১ জুলাই ২০২১ কোন ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'র মোড়ক উন্মোচন করা হয়?

উত্তর : কোরিয়ান

প্রশ্ন : কোরিয়ান ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী' অনুবাদ করেন কে?

উত্তর : লি ডং হিউন

প্রশ্ন : অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত 'চিরঞ্জীব মুজিব' পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক কে?

উত্তর : নজরুল ইসলাম।

প্রশ্ন : ঞযব ঝঃধৎঃঁঢ় ডরভব উপন্যাসের লেখক কে?

উত্তর : তাহমিমা আনাম

প্রশ্ন : বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক (এও) পণ্য কতটি?

উত্তর : ৯টি

প্রশ্ন : ১৭ জুন ২০১১ কোন কোন পণ্যকে এও সনদ করা হয়?

উত্তর : বিজয়পুরের সাদা মাটি ও দিনাজপুরভোগ, বাংলাদেশ কালিজিরা ও রংপুরের শতরঞ্জি ও রাজশাহী সিল্ক ও ঢাকাই মসলিন

প্রশ্ন : অন্তর্র্বর্তীকালীন বাদে ২০১১-১২ অর্থবছরের আয় বাজেট কততম?

উত্তর : ৫০তম

প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটের পরিমাণ কত?

উত্তর : ৬,০৩,৬৮১ কোটি টাকা।

প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরের বাজেটে সাধারণ মুক্ত আয়সীমা কত?

উত্তর : ৩ লাখ

প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরের বাজেটে মাথাপিছু আয় (প্রক্ষেপণ) কত?

উত্তর : ২,৪৬২ মার্কিন ডলার

প্রশ্ন : দরিদ্র জনসংখ্যার হার কত?

উত্তর : ২০.৫%

প্রশ্ন : অতি দরিদ্র জনসংখ্যার হার কত?

উত্তর : ১০.৫%

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে