বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১৮ মার্চ ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

৯. ধ্রম্নবদের বাড়ি সিলেট জেলায় অবস্থিত। তাদের এলাকায় কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে?

ক. গারো খ. খাসি

গ. ম্রো ঘ. ত্রিপুরা

উত্তর: খ. খাসি

১০. রূপালী খাসি জাতিসত্তার সদস্য। চার বোনের মধ্যে সে সবার ছোট। খাসি সমাজের নিয়ম অনুসারে পারিবারিক সম্পত্তি বণ্টন করা হলে-

ক. রূপালী বেশির ভাগের উত্তরাধিকারী হবে

খ. বড় বোন বেশির ভাগের উত্তরাধিকারী হবে

গ. দ্বিতীয় বোন বেশির ভাগের উত্তরাধিকারী হবে

ঘ. তৃতীয় বোন বেশির ভাগের উত্তরাধিকারী হবে

উত্তর: ক. রূপালী বেশির ভাগের উত্তরাধিকারী হবে

১১. তিশমার পরিবারের ছেলেরা ফুংগ মারুং নামক পোশাক পরিধান করে। তিশমার পরিবারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক. মারমা পরিবার খ. গারো পরিবার

গ. খাসি পরিবার ঘ. চাকমা পরিবার

উত্তর: গ. খাসি পরিবার

১২. ম্রো সমাজে শিশুদের ৩ বছর হলে ছেলে ও মেয়ে উভয়ের কানেই ছিদ্র করে দেয়া হয়। এর কারণ কী?

ক. এটি একটি রীতি খ. এটি ধর্মীয়ভাবে স্বীকৃত

গ. এটি গুরুজনদের আদেশ ঘ. এটি উৎসবের অংশ

উত্তর: ক. এটি একটি রীতি

১৩. বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিসত্তা গ্রামের সব লোকের মঙ্গলের জন্য 'কের' পূজা করেন?

ক. মারমা খ. সাঁওতাল

গ. ওঁরাও ঘ. ত্রিপুরা

উত্তর: ঘ. ত্রিপুরা

১৪. মনখেমে ভাষাভাষীরা সিলেটে বসবাস করে। তাদের প্রধান দেবতার নাম-

ক. মন থেমে খ. উবস্নাই নাংথউ

গ. তোরাই ঘ. ফুংগ মারুং

উত্তর: খ. উবস্নাই নাংথউ

১৫. ত্রিপুরা উপজাতি মেয়েদের বংশ পরিচয় নির্ধারিত হয় কীভাবে?

ক. এলাকা রীতি অনুযায়ী খ. স্বামীর গোষ্ঠী অনুযায়ী

গ. পিতার গোষ্ঠী অনুযায়ী ঘ. মাতার গোষ্ঠী অনুযায়ী

উত্তর: ঘ. মাতার গোষ্ঠী অনুযায়ী

১৬. খাসিরা অতিথিদের পান-সুপারি দিয়ে আপ্যায়ন করে কেন?

ক. পান-সুপারিকে পবিত্র মনে করে খ. দাম কম বলে

গ. সহজে পাওয়া যায় বলে ঘ. প্রধান খাদ্য বলে

উত্তর: ক. পান-সুপারিকে পবিত্র মনে করে

১৭. গারো সমাজের মতোই পরিবারের ছোট মেয়ে প্রচুর সম্পত্তির অধিকারী হলো সেজুতি। তার জনগোষ্ঠী কিসের চাষ করে?

ক. জুম খ. পান

গ. ধান ঘ. মৌমাছি

উত্তর: খ. পান

১৮. ওঁরাওদের ভাষা দু'টি। একটি সাদ্রি। অপরটি-

ক. মনখেমে খ. কুড়ুখ

গ. মৈতৈ ঘ. অবেৎ

উত্তর: খ. কুড়ুখ

১৯. আবির ময়মনসিংহে গিয়ে দেখতে পেল সেখানে সমাজ মাতৃতান্ত্রিক। সে কোন জনগোষ্ঠীর দেখা পেল?

ক. গারো খ. ম্রো

গ. ওঁরাও ঘ. ত্রিপুরা

উত্তর: ক. গারো

২০. নববর্ষের প্রথম দিনে মানিয়া বিশু উৎসব পালন করে। সে কোন জনগোষ্ঠীর লোক?

ক. চাকমা খ. ওঁরাও

গ. ত্রিপুরা ঘ. খাসি

উত্তর: গ. ত্রিপুরা

২১. মাতৃতান্ত্রিক সমাজ বলতে তুমি কী বুঝবে?

ক. পিতা পরিবারের প্রধান খ. মা পরিবারের প্রধান

গ. বড় ভাই পরিবারের প্রধান ঘ. বড় বোন পরিবারের প্রধান

উত্তর: খ. মা পরিবারের প্রধান

২২. বিনয় ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামে বাস করেন। বিনয় কোন ধর্মের অনুসারী?

ক. সাংসারক খ. সনাতন

গ. খ্রিষ্ট ঘ. বৌদ্ধ

উত্তর: খ. সনাতন

২৩. বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, হালুয়াঘাটে কোন উপজাতি সম্প্রদায়ের বসবাস?

ক. গারো খ. খাসি

গ. ম্রো ঘ. ত্রিপুরা

উত্তর: ক. গারো

২৪. পাংখুয়া উবস্নাই নাংথউ-এর পূজা করে। তার ভাষার নাম কী?

ক. মনপুরা খ. মনেপড়ে

গ. মনখেমে ঘ. মনযেয়ে

উত্তর: গ. মনখেমে

২৫. কোন ক্ষুদ্র জাতিসত্তার মেয়েরা 'কাজিম পিন' নামক বস্নাউজ ও লুঙ্গি পরে?

ক. খাসি খ. ম্রো

গ. গারো ঘ. ত্রিপুরা

উত্তর: ক. খাসি

২৬. ওঁরাওদের প্রধান খাবার কোনটি?

ক. মাছ খ. খিচুরি

গ. ভাত ঘ. রুটি

উত্তর: গ. ভাত

২৭. 'রয়াংগালা' কাদের প্রধান উৎসবের নাম?

ক. খাসি খ. গারো

গ. ম্রো ঘ. ত্রিপুরা

উত্তর: খ. গারো

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে