বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ মার্চ ২০২৪, ০০:০০
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের রিজুমি তৈরির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 'রিজুম দ্য রিজুমি' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটারে ইকোনমিক এক্সিলেন্সি সেন্টারের পক্ষ থেকে ১৬ মার্চ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ইকোনমিক এক্সিলেন্সি সেন্টারের মডারেটর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পিংকি রানী দে।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম দীর্ঘসময় শিক্ষার্থীদের সিভি এবং রিজুমি নিয়ে বিস্তারিত কথা বলেন। কীভাবে সহজে আকর্ষণীয় প্রোফেশনাল সিভি, রিজুমি তৈরি করা যায় সে বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেন তিনি। এছাড়াও তিনি বহির্বিশ্বে উচ্চতর শিক্ষা গ্রহণ ও বৃত্তিপ্রাপ্তি, সরকারি-বেসরকারি গবেষণাগারে গবেষক হিসেবে নিযুক্ত, বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানিতে চাকরি ও আন্তর্জাতিক সংস্থায় চাকরি প্রাপ্তিতে কি ধরনের সিভি, রিজুমি তৈরি করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে