বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১৯ মার্চ ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। সুবর্ণপুর একটি গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র ও নিরক্ষর। এলাকার রাস্তাঘাট তেমন উন্নত নয়। তাদের জীবনযাত্রার মান নিম্ন। ৩৪. উদ্দীপকে সুবর্ণপুর গ্রামের উন্নয়নের জন্য সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ করা যায়? ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম গ) সমষ্টি উন্নয়ন ঘ) সমষ্টি সংগঠন উত্তর :গ) সমষ্টি উন্নয়ন ৩৫. উদ্দীপকে সুবর্ণপুর গ্রামের উন্নয়নের জন্য সমাজকর্মের মৌলিক পদ্ধতির সঙ্গে সহায়ক পদ্ধতি হিসেবে গ্রহণ করা যায়- র) সমাজকর্ম প্রশাসন রর) সমাজকর্ম গবেষণা ররর) সামাজিক কার্যক্রম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) ও ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৩৬. বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অবকাঠামোগত উন্নয়নে সমাজকর্মের কোন পদ্ধতিটি অধিক কার্যকর? ক) সমষ্টিক উন্নয়ন খ) সমষ্টি সংগঠন গ) সামাজিক কার্যক্রম ঘ) সামাজিক প্রশাসন উত্তর : ক) সমষ্টিক উন্নয়ন সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম ১. 'সামাজিক নীতি হলো সামাজিক সমস্যা মোকাবিলায় একটি যৌথ প্রয়াস।'- উক্তিটি কার? ক) অ ঊ ইবহহ খ) ইৎঁপব ঝ ঔধহংংড়হ গ) ডরষনবৎঃ ঊ গড়ড়ৎব ঘ) জরপযধৎফ গ ঞরঃসধংং উত্তর : খ) ইৎঁপব ঝ ঔধহংংড়হ ২. সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি হিসেবে কাজ করে কোনটি? ক) সামাজিক কার্যক্রম খ) সামাজিক নীতি গ) সামাজিক উন্নয়ন ঘ) সামাজিক মূল্যবোধ উত্তর : খ) সামাজিক নীতি ৩. কোনটি সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয়? ক) নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ খ) নীতির বিষয়াদি বিশ্লেষণ গ) নীতি প্রণয়নের যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ ঘ) নীতির চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন উত্তর :গ) নীতি প্রণয়নের যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ ৪. সামাজিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কোনটি? ক) পর্যাপ্ত বিশেষজ্ঞের অভাব খ) দক্ষ কর্মীর অভাব গ) জনগণের সচেতনতা ও অংশগ্রহণের অভাব ঘ) তথ্যের অভাব উত্তর : ঘ) তথ্যের অভাব ৫. জাতীয় উন্নয়নের পূর্বশর্ত কী? ক) রাজনৈতিক স্থিতিশীলতা খ) শিক্ষা গ) সচেতনতা ঘ) সামাজিক মূল্যবোধ উত্তর : খ) শিক্ষা ৬. সামাজিক নীতি প্রণয়নে যে উপাদানগুলো সক্রিয় থাকে তা হলো- র) সামাজিক রর) রাজনৈতিক ররর) পারিবারিক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ৭. বাংলাদেশে কত সালে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয়? ক) ১৯৭৯ সালে খ) ১৯৭৭ সালে গ) ১৯৭৫ সালে ঘ) ১৯৭৪ সালে উত্তর : ঘ) ১৯৭৪ সালে ৮. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী-পুরুষের অনুপাত কত? ক) ১০০:১০২ খ) ১০১:১০০ গ) ১০২:১০০ ঘ) ১০০:১০৩ উত্তর : ক) ১০০:১০২ ৯. পরিকল্পনা কীভাবে সার্থকতা লাভ করে? ক) কর্মসূচি প্রণয়নের মাধ্যমে খ) কর্মসূচি মূল্যায়নের মাধ্যমে গ) কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ঘ) কর্মসূচির পরীক্ষামূলক অনুশীলনের মাধ্যমে উত্তর : গ) কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ১০. সামাজিক নীতি প্রণয়নের চূড়ান্ত ধাপ কোনটি? ক) মূল্যায়ন খ) পরীক্ষামূলক অনুশীলন গ) কমিটি গঠন ঘ) নীতি চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন উত্তর : খ) পরীক্ষামূলক অনুশীলন ১১. জনসংখ্যা নীতির ফলে- র) জনগণ সচেতন হবে রর) জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে ররর) জনসংখ্যা বৃদ্ধি পাবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ১২. কত সালে বাংলাদেশের প্রথম নারী উনয়ন নীতি প্রণয়ন করা হয়? ক) ১৯৯৩ সালে খ) ১৯৯৭ সালে গ) ১৯৯৯ সালে ঘ) ২০০০ সালে উত্তর :খ) ১৯৯৭ সালে ১৩. পরিকল্পিত সামাজিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে- ক) সামাজিক আইন খ) সামাজিক নীতি গ) সামাজিক সচেতনতা ঘ) সামাজিক পরিকল্পনা উত্তর : ঘ) সামাজিক পরিকল্পনা ১৪. বাংলাদেশে সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রধান সমস্যা হলো- ক) বিদেশি বিনিয়োগ কম খ) রাজনৈতিক অস্থিতিশীলতা গ) অভ্যন্তরীণ সঞ্চয়ের অভাব ঘ) দক্ষ নীতিনির্ধারকের অভাব উত্তর : গ) অভ্যন্তরীণ সঞ্চয়ের অভাব ১৫. নীতি বাস্তবায়নের সমাজকর্মের মুখ্য কাজ কোনটি? ক) প্রণীত নীতিকে আইনে পরিণত করা খ) প্রণীত নীতি বাস্তবায়ন করা গ) প্রণীত নীতি সংসদে উপস্থাপন করা ঘ) প্রণীত নীতি বাস্তবায়ন না করা উত্তর : খ) প্রণীত নীতি বাস্তবায়ন করা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে