শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২১ মার্চ ২০২৪, ০০:০০

১৭. দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ও অপরিহার্য শর্ত কোনটি?

ক. দক্ষ জনসম্পদ খ. শিল্প

গ. রপ্তানি ঘ. অদক্ষ জনসম্পদ

উত্তর:ক. দক্ষ জনসম্পদ

১৮. বাংলাদেশের প্রায় দশ লাখ মানুষ গৃহহীন, এটি কোন সংস্থার তথ্য?

ক. ইউনিসেফ খ. ইউনেস্কো

গ. জাতিসংঘ ঘ. কমনওয়েলথ

উত্তর: গ. জাতিসংঘ

১৯. বর্তমানে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে প্রতিবছর কত লাখ মানুষের জন্য অতিরিক্ত বাসস্থান প্রয়োজন?

ক. প্রায় ২০ খ. প্রায় ৩০

গ. প্রায় ৪০ ঘ. প্রায় ৫০

উত্তর:খ. প্রায় ৩০

২০. জনসম্পদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে আমরা কী অর্জন করতে পারি?

ক. শিক্ষার ক্ষেত্র খ. মানব সংকট

গ. বৈদেশিক মুদ্রা ঘ. মানব মূলধন

উত্তর: গ. বৈদেশিক মুদ্রা

২১. অতিরিক্ত জনসংখ্যা নিচের কোনটির উপর প্রভাব ফেলে?

ক. স্বাস্থ্যের উপর খ. পরিবেশের উপর

গ. শিক্ষার উপর ঘ. উপরের সবগুলো

উত্তর:ঘ. উপরের সবগুলো

২২. বর্তমানে বাংলাদেশে কোন সমস্যাটি প্রধান আলোচিত বিষয়?

ক. জনসংখ্যা খ. পরিবেশ

গ. কৃষি ঘ. শিল্প

উত্তর:ক. জনসংখ্যা

২৩. শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত কোনটি?

ক. শিক্ষা খ. প্রশিক্ষণ

গ. স্বাস্থ্যসেবা ঘ. সবগুলো

উত্তর:ঘ. সবগুলো

২৪. লেখাপড়া শিখতে হবে কেন?

ক. মর্যাদা লাভ করতে খ. বৈষম্য দূর করতে

গ. অর্থ উপার্জন ঘ. জনসম্পদ হতে

উত্তর:ঘ. জনসম্পদ হতে

২৫. বাংলাদেশের খাদ্য ঘাটতির একটি প্রধান কারণ কী?

ক. দারিদ্র্য খ. অদক্ষ জনশক্তি

গ. অতিরিক্ত জনসখ্যা ঘ. অনুন্নত কৃষি

উত্তর:গ. অতিরিক্ত জনসখ্যা

২৬. এদেশ থেকে মানবসম্পদ রপ্তানির মূলভিত্তি কী?

ক. শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধি খ. শিক্ষা বৃদ্ধি

গ. কাজের সন্ধান ঘ. কাজের মূল্যায়ন

উত্তর: ক. শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধি

২৭. ঢাকা শহরে ছিন্নমূল মানুষের মানবেতর অবস্থায় বাস করার অন্যতম কারণ কী?

ক. বাসস্থানের অভাব

খ. শিক্ষার অভাব

গ. গ্রাম থেকে শহরে স্থানান্তর

ঘ. কলকারখানার সংখ্যা বৃদ্ধি

উত্তর: ক. বাসস্থানের অভাব

২৮. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে কী হয়েছে?

ক. আবাদি জমির পরিমাণ কমেছে খ. সকলে চিকিৎসা সুবিধা পাচ্ছে

গ. বেকার সমস্যা কমেছে ঘ. দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে

উত্তর: ক. আবাদি জমির পরিমাণ কমেছে

২৯. জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে কোনটির প্রয়োজন সবচেয়ে বেশি?

ক. শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা

খ. মানসম্মত জীবনযাপনের ব্যবস্থা করা

গ. উপযুক্ত পুষ্টিসমৃদ্ধ খাদ্যের সংস্থান করা

ঘ. স্বাস্থ্যসেবা পাওয়ার ব্যবস্থা করা

উত্তর: ক. শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা

৩০. মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান কোনটি?

ক. স্বাস্থ্য খ. দক্ষ নেতৃত্ব

গ. শিক্ষা ঘ. বাসস্থান

উত্তর: গ. শিক্ষা

৩১. বাংলাদেশে প্রতি বছর কী পরিমাণ খাদ্য ঘাটতি হতো?

ক. প্রায় ২০ লাখ টন খ. প্রায় ২৫ লাখ টন

গ. প্রায় ৩০ লাখ টন ঘ. প্রায় ৩৫ লাখ টন

উত্তর: খ. প্রায় ২৫ লাখ টন

৩২. কোনটি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার অন্যতম উপায় নয়?

ক. শিক্ষা খ. প্রশিক্ষণ

গ. চিত্তবিনোদন ঘ. মানবসম্পদ রপ্তানি

উত্তর: গ. চিত্তবিনোদন

৩৩. দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?

ক. শিক্ষিত খ. নিরক্ষর

গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা

উত্তর: ক. শিক্ষিত

৩৪. পরিবেশ দূষণের জন্য নিচের কোন কারণটি সবচেয়ে দায়ী?

ক. সম্পদের অপ্রতুলতা

খ. সচেতনতার অভাব

গ. সময়ের অপ্রতুলতা

ঘ. আইনের সীমাবদ্ধতা

উত্তর: খ. সচেতনতার অভাব

৩৫. বাংলাদেশে দিন দিন কৃষিজমি কমে যাওয়ার প্রধান কারণ কোনটি?

ক. নদী ভাঙন

খ. বসতবাড়ি নির্মাণ

গ. শিল্পকারখানা স্থাপন

ঘ. বিদ্যালয় ভবন নির্মাণ

উত্তর: খ. বসতবাড়ি নির্মাণ

৩৬. জনসংখ্যা জনশক্তিতে পরিণত হয় কখন?

ক. উন্নত খাবার গ্রহণ করে স্বাস্থ্য ভালো রাখার মাধ্যমে

খ. কারিগরি প্রশিক্ষণ নিয়ে

গ. চলচ্চিত্র দেখে এবং লোকজনকে উদ্বুদ্ধ করে

ঘ. ঘুমিয়ে আরাম-আয়েশে জীবনযাপন করে

উত্তর: খ. কারিগরি প্রশিক্ষণ নিয়ে

৩৭. বাংলাদেশে কোনটির অভাব রয়েছে?

ক. জনসংখ্যা খ. প্রাকৃতিক শ্রমিক

গ. মূলধন ঘ. স্বল্প মূল্যের শ্রমিক

উত্তর: গ. মূলধন

৩৮. কর্মমুখী শিক্ষা ব্যবস্থার জন্য কোনটির প্রসার প্রয়োজন?

ক. কারিগরি শিক্ষার খ. তত্ত্বগত শিক্ষার

গ. প্রাথমিক শিক্ষার ঘ. উচ্চ শিক্ষার

উত্তর: ক. কারিগরি শিক্ষার

৩৯. জনসংখ্যা কম হলে কীসের গুণগত মান বজায় রাখা যায়?

ক. খাদ্য ও বাসস্থানের খ. শিক্ষা ও চিত্তবিনাদনের

গ. শিক্ষা ও প্রশিক্ষণের ঘ. খাদ্য ও বস্ত্রের

উত্তর: গ. শিক্ষা ও প্রশিক্ষণের

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে