শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বশেমুরকৃবিতে উদ্যোক্তা প্রশিক্ষণ

শিক্ষা জগৎ ডেস্ক
  ২১ মার্চ ২০২৪, ০০:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) কৃষি পণ্য প্রক্রিয়াকরণ বিষয়ক উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে ও কৃষি মন্ত্রণালয়ের স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (বিপণন অঙ্গ) সহযোগিতায় ১৯ মার্চ এই প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. গিয়াসউদ্দীন মিয়া ও বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব ও স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (বিপণন অঙ্গ) কম্পোনেন্ট পরিচালক ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ এবং রেসকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর তালুকদার হুমায়ুন কবির।

কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এসএসিপি (বিপণন অঙ্গ) শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৩-২৪ অর্থবছরে ১২০ ব্যাচ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ বাস্তবায়িত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে