শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২২ মার্চ ২০২৪, ০০:০০

৫১. জাতীয় পরিকল্পনা অবশ্যই কোনটি কর্তৃক অনুমোদিত হতে হবে?

ক) পরিবার খ) সমাজ

গ) দল ঘ) রাষ্ট্র

উত্তর :ঘ) রাষ্ট্র

৫২. সামাজিক আইন প্রণয়ন করা হয় কেন?

ক) রাজনৈতিক দলকে শক্তিশালী করার জন্য

খ) সামাজিক আইন প্রয়োজন তাই

গ) নারী নির্যাতন বন্ধের জন্য

ঘ) সামাজিক নীতি বাস্তবায়নের জন্য

উত্তর :ঘ) সামাজিক নীতি বাস্তবায়নের জন্য

৫৩. বাংলাদেশ জনসংখ্যা নীতির লক্ষ্য কী?

ক) জনসংখ্যায় স্থিতিশীল রাখা খ) জনসংখ্যা হ্রাস করা

গ) জনসংখ্যা বৃদ্ধি করা ঘ) জনসংখ্যা সুস্থ রাখা

উত্তর :ক) জনসংখ্যায় স্থিতিশীল রাখা

৫৪. নারী নীতির মূল লক্ষ্য কী?

ক) জাতীয় জীবনে নারী-পুরুষের সমতা আনায়ন

খ) নারীর ভূমিকা মর্যাদা দান

গ) না নির্যাতন বন্ধ করা

ঘ) নারীর ক্ষমতায়ন

উত্তর : ঘ) নারীর ক্ষমতায়ন

৫৫. নীতি মানে কী?

ক) দিকনির্দেশনা খ) প্রথা

গ) আইন ঘ) মূল্যবোধ

উত্তর :ক) দিকনির্দেশনা

৫৬. সামাজিক নীতি কিরূপ?

ক) স্থির খ) অটল

গ) গতিশীল ঘ) প্রক্রিয়াধীন

উত্তর :গ) গতিশীল

৫৭. সামাজিক নীতি হ্রাস করে-

র) কাজের সময় রর) দারিদ্র্য ররর) শ্রম

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :খ) র ও ররর

৫৮. জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য হলো-

র) মানবতার বিকাশ সাধন

রর) জনমুখী উন্নয়ন ও প্রগতিকে নেতৃত্বদান

ররর) মননশীল, যুক্তিবাদী ও নীতিবান মানুষ তৈরি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৫৯. সামাজিক নীতি কাদের স্বার্থ রক্ষায় প্রচেষ্টা চালায়?

ক) সকল মানুষের খ) শিশুদের

গ) নারীদের ঘ) প্রবীণদের

উত্তর :ক) সকল মানুষের

৬০. অবহেলিত দুর্বল মানুষের অধিকার রক্ষা হয় কীভাবে?

ক) সামাজিক পরিকল্পনার মাধ্যমে

খ) সামাজিক নীতির মাধ্যমে

গ) সামাজিক গবেষণার মাধ্যমে

ঘ) সামাজিক গতিশীলতার মাধ্যমে

উত্তর :খ) সামাজিক নীতির মাধ্যমে

৬১. সামাজিক নীতি প্রণয়নের উপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয় কেন?

ক) এটি ব্যক্তির দর্পণ বলে খ) একটি সমাজের দর্পণ বলে

গ) এটি মানব জাতির দর্পণ বলে ঘ) একটি রাষ্ট্রের দর্পণ বলে

উত্তর :ঘ) একটি রাষ্ট্রের দর্পণ বলে

৬২. সামাজিক নীতি প্রণয়নের জন্য কোন ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়?

ক) বহুমুখী খ) একমুখী

গ) ঊর্ধ্বমুখী ঘ) নিম্নমুখী

উত্তর : ক) বহুমুখী

৬৩. মনীষী ই.এন গস্নাডের মতে নীতি প্রণয়নে ধাপ কয়টি?

ক) দুইটি খ) তিনটি

গ) চারটি ঘ) পাঁচটি

উত্তর : গ) চারটি

৬৪. নীতি প্রণয়নের প্রথম ও প্রধান ধাপ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?

ক) প্রয়োজনীয়তা অনুভব করা খ) পরিকল্পনা করা

গ) সিদ্ধান্ত গ্রহণ ঘ) কার্যকরী কমিটি গঠন

উত্তর :ক) প্রয়োজনীয়তা অনুভব করা

৬৫. একটি জাতির শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে কোনটি?

ক) সামাজিকনীতি খ) শিক্ষানীতি

গ) পররাষ্ট্রনীতি ঘ) বাণিজ্যনীতি

উত্তর :খ) শিক্ষানীতি

৬৬. শিক্ষানীতি ২০১০ এ প্রাথমিক শিক্ষা কোন শ্রেণি পর্যন্ত করা হয়েছে?

ক) পঞ্চম খ) ষষ্ঠ

গ) সপ্তম ঘ) অষ্টম

উত্তর :ঘ) অষ্টম

৬৭. সামাজিকনীতির মাধ্যমে অধিকার রক্ষা হয়-

র. অবহেলিত মানুষের

রর. দুর্বল মানুষের

ররর. ধনী মানুষের

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে