শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২২ মার্চ ২০২৪, ০০:০০

৪০. খাদ্যের অভাব হলে কী দেখা দেয়?

ক. পুষ্টিহীনতা খ. টাইফয়েড

গ. গলগন্ড ঘ. ডায়রিয়া

উত্তর:ক. পুষ্টিহীনতা

৪১. কোনটি আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করে না?

ক. অনুপযুক্ত বাসস্থান খ. মানবসম্মত জীবনযাপন

গ. সুষম খাবার ঘ. পুষ্টিকর খাবার

উত্তর:ক. অনুপযুক্ত বাসস্থান

৪২. জনসম্পদ একটি দেশের কী ধরনের শক্তি?

ক. অর্থশক্তি খ. জনশক্তি

গ. পেশিশক্তি ঘ. শ্রমশক্তি

উত্তর:খ. জনশক্তি

৪৩. বাংলাদেশে সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে-

ক. চিনি রপ্তানি খ. সিমেন্ট রপ্তানি

গ. দক্ষ জনসম্পদ রপ্তানি ঘ. বেকার জনসম্পদ রপ্তানি

উত্তর:গ. দক্ষ জনসম্পদ রপ্তানি

৪৪. মানুষের মৌলিক চাহিদা কয়টি?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

উত্তর:গ. পাঁচটি

৪৫. মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে কী হয়?

ক. জনসংখ্যা বৃদ্ধি পায় খ. জীবনযাত্রার মান কমে

গ. উৎপাদন বৃদ্ধি পায় ঘ. জীবনযাত্রার মান বাড়ে

উত্তর:ঘ. জীবনযাত্রার মান বাড়ে

৪৬. জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে কী করতে হবে?

ক. জনগণের সচেতনতা কমাতে হবে

খ. কারিগরি শিক্ষার সংকোচন করতে হবে

গ. উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে

ঘ. বয়স্ক শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে

উত্তর:গ. উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে

৪৭. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান নয় কোনটি?

ক. মানবসম্পদ খ. প্রাকৃতিক সম্পদ

গ. মূলধন ঘ. মুদ্রাস্ফীতি

উত্তর:ঘ. মুদ্রাস্ফীতি

৪৮. অতিরিক্ত জনসংখ্যা কাদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে?

ক. ধনী জনগণের ওপর খ. সমগ্র জনগণের ওপর

গ. দরিদ্র জনগণের ওপর ঘ. মধ্যবিত্ত জনগণের ওপর

উত্তর:খ. সমগ্র জনগণের ওপর

৪৯. নিচের কোনটি মৌলিক চাহিদা?

ক. বস্ত্র খ. ভ্রমণ

গ. বিনোদন ঘ. চরিত্র

উত্তর:ক. বস্ত্র

৫০. কারা মানবেতর জীবনযাপন করে?

ক. গ্রামের কৃষকরা খ. বেসরকারি স্কুলের শিক্ষকরা

গ. শহরের ছিন্নমূল মানুষেরা ঘ. গরিব তাঁতিরা

উত্তর: গ. শহরের ছিন্নমূল মানুষেরা

মানবাধিকার

১. অনেক শিশু বিভিন্ন ধরনের কষ্টকর কাজ করতে বাধ্য হয়। এতে তাদের কোন ধরনের অধিকার ক্ষুণ্ন হয়?

ক. রাজনৈতিক অধিকার খ. অর্থনৈতিক অধিকার

গ. সাংস্কৃতিক অধিকার ঘ. মানবাধিকার

উত্তর:ঘ. মানবাধিকার

২. তোমার পরিচিত সীমা একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে। সে প্রায়ই নির্যাতনের শিকার হয়। এক্ষেত্রে তুমি কী করবে?

ক. প্রতিবেশীকে জানাব খ. পুলিশকে জানাব

গ. বন্ধু-বান্ধবকে জানাব ঘ. শিক্ষককে জানাব

উত্তর: খ. পুলিশকে জানাব

৩. মানবাধিকার বাস্তবায়ন প্রয়োজন কেন?

ক. অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন খ. নারী পুরুষের সমতা আনয়ন

গ. সমাজে শান্তি প্রতিষ্ঠা ঘ. সাংস্কৃতিক উন্নয়ন নিশ্চিত করা

উত্তর: গ. সমাজে শান্তি প্রতিষ্ঠা

৪. করিমের বয়স দশ বছর। সে বিদ্যালয়ে না গিয়ে একটি খামারে কাজ করছে। এক্ষেত্রে তুমি কী করবে?

ক. কিছুই করব না

খ. বিদ্যালয়কে জানাব

গ. আমার বাবা-মাকে জানাব

ঘ. তার পরিবারকে কিছু টাকা দিব

উত্তর:খ. বিদ্যালয়কে জানাব

৫. জাতিসংঘ "মানবাধিকার ঘোষণাপত্র" অনুমোদন করেছে কেন?

ক. শিশু অধিকার রক্ষা করার জন্য

খ. সবার চিকিৎসার অধিকার রক্ষা করার জন্য

গ. সবার বাসস্থানের অধিকার রক্ষার জন্য

ঘ. সবার মৌলিক অধিকার রক্ষার জন্য

উত্তর:ঘ. সবার মৌলিক অধিকার রক্ষার জন্য

৬. তোমার প্রতিবেশী স্বল্প শিক্ষিতা রহিমা তার পারিবারিক প্রয়োজনে কোনো পেশা বেছে নিতে চায়। এক্ষেত্রে তুমি তাকে কী পরামর্শ দিবে?

ক. ইটের ভাটায় কাজ করতে

খ. পাথর ভাঙ্গার কাজ করতে

গ. বাসায় গৃহকর্মীর কাজ করতে

ঘ. গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতে

উত্তর: ঘ. গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে