শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২২ মার্চ ২০২৪, ০০:০০

৯৪. কার দুঃখের চিঠি কেউ কোনোদিনও পড়বে না?

ক. অবাক তারার খ. রানারের

গ. বিরহিণী প্রিয়ার ঘ. বনের হরিণের

উত্তর :খ. রানারের

৯৫. কার দুঃখের কথা শহর ও গ্রামের কেউ জানবে না?

ক. রানারের খ. আকাশের তারার

গ. বনের হরিণের ঘ. বিরহিণী প্রিয়ার

উত্তর :ক. রানারের

৯৬. কালো রাতের খামে কার কথা ঢাকা পড়ে থাকবে?

ক. অভিমানী প্রিয়ার খ. দসু্য সর্দারের

গ. আকাশের তারার ঘ. রানারের

উত্তর :ঘ. রানারের

৯৭. 'রানার' কবিতায় ব্যবহৃত 'কালো রাত্রির খাম' বলতে কী বোঝানো হয়েছে?

ক. শোষণ বঞ্চনা খ. ক্লান্তি হতাশা

গ. অবজ্ঞা অবহেলা ঘ. দুঃখে-শোকে

উত্তর : গ. অবজ্ঞা অবহেলা

৯৮. দরদে কার চোখ মিটিমিটি কাঁপে?

ক. বনের খ. তারার

গ. প্রিয়ার ঘ. তৃণের

উত্তর :খ. তারার

৯৯. কার দরদে তারার চোখ কাঁপে?

ক. দুঃখিনী প্রিয়ার খ. হরিণীর

গ. দসু্যর স্ত্রীর ঘ. রানারের

উত্তর :ঘ. রানারের

১০০. রানারকে ভোরের আকাশ কেমন চিঠি পাঠাবে?

ক. অভিনন্দের খ. সহানুভূতির

গ. অভয়ের ঘ. তাচ্ছিল্যের

উত্তর :খ. সহানুভূতির

১০১. রানার কীসে ক্ষয়ে যাচ্ছে?

ক. অতিরিক্ত শ্রমে খ. সংসারের অশান্তিতে

গ. টাকার বোঝা বয়ে ঘ. ক্ষুধার ক্লান্তিতে

উত্তর :ঘ. ক্ষুধার ক্লান্তিতে

১০২. 'সময় হয়েছে নতুন খবর আনার' কবির এ কথা বলার কারণ-

ক. ভোর হয়েছে খ. সূর্য উঠেছে

গ. পরিবর্তনের দিন এসেছে

ঘ. শহরে রানার পৌঁছে গিয়েছে

উত্তর : গ. পরিবর্তনের দিন এসেছে

১০৩. 'রানার' কবিতায় কীসের চিঠি নিয়ে চলার কথা বলা হয়েছে?

ক. বিরহিণী প্রিয়ার খ. পিতৃকাতর সন্তানের

গ. সরকারি আদেশের ঘ. শপথের

উত্তর :ঘ. শপথের

১০৪. 'রানার' কবিতায় কবি কী পিছনে ফেলতে বলেছেন?

ক. অলসতা খ. ভীরুতা

গ. স্বপ্ন ঘ. হতাশা

উত্তর :খ. ভীরুতা

১০৫. 'রানার' কবিতায় কবি কী পৌঁছে দেওয়ার কথা বলেছেন?

ক. নতুন খবর খ. উন্নয়নের খবর

গ. মানি অর্ডার ঘ. পার্সেল

উত্তর :ক. নতুন খবর

১০৬. 'নতুন খবর' কোথায় পৌঁছতে হবে?

ক. ডাকঘরে খ. নায়েবের কাচারিতে

গ. অগ্রগতির 'মেলে' ঘ. শহরে

উত্তর :গ. অগ্রগতির 'মেলে'

১০৭. 'ডাক হরকরা'র 'ডাক' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?

ক. আহ্বান খ. চিৎকার

গ. কণ্ঠস্বর ঘ. চিঠিপত্রাদি

উত্তর :ঘ. চিঠিপত্রাদি

১০৮. 'হরিণের মতো যায়' এটি কী?

ক. উপমা খ. চিত্রকল্প

গ. অনুষঙ্গ ঘ. দৃষ্টান্ত

উত্তর :ক. উপমা

১০৯. 'ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল' পঙ্‌ক্তিটি রানার কবিতায় ব্যবহৃত হয়েছে-

ক. আভিধানিক অর্থে খ. আক্ষরিক অর্থে

গ. প্রতীকী অর্থে ঘ. বাচ্যার্থে

উত্তর :গ. প্রতীকী অর্থে

১১০. 'রানার' কবিতাটি কাদের নিয়ে লেখা?

ক. চাষিদের খ. মুটেদের

গ. চৌকিদারদের ঘ. রানারদের

উত্তর :ঘ. রানারদের

১১১. 'রানার' কবিতার উপজীব্য হলো-

ক. চাকরিজীবী মানুষ খ. শ্রমজীবী মানুষ

গ. গরিব-দুঃখী মানুষ ঘ. শোষিত-বঞ্চিত মানুষ

উত্তর : গ. শ্রমজীবী মানুষ

১১২. রানারদের কাজ কী?

ক. রাতে পথ চলা

খ. টাকার বোঝা বহন করা

গ. গ্রাহকদের কাছে চিঠিপত্রাদি পৌঁছে দেওয়া

ঘ. ঘণ্টা বাজিয়ে পথ চলা

উত্তর :গ. গ্রাহকদের কাছে চিঠিপত্রাদি পৌঁছে দেওয়া

১১৩. 'রানার' কবিতায় কী লক্ষ্য করা যায়?

ক. পেশাজীবী হিসেবে তাদের দক্ষতা

খ. অভাবী হিসেবে তাদের সংসারের অভাব

গ. মানুষ হিসেবে তাদের মহত্ত্ব

ঘ. স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তাদের অবহেলা

উত্তর :গ. মানুষ হিসেবে তাদের মহত্ত্ব

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

১. 'মার্চের বিরুদ্ধে মার্চ' বলতে বোঝানো হয়েছে-

র. অশুভ শক্তির উত্থান

রর. স্বাধীনতার সত্যকে গ্রাস

ররর. বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

২. প্রাপ্তির দিক থেকে যে পুরস্কারের সাথে নির্মলেন্দু গুণের সম্পর্ক রয়েছে-

র. একুশে পদক

রর. বাংলা একাডেমি পুরস্কার

ররর. জাতীয় কবিতা পরিষদ পুরস্কার

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৩. 'উদ্যান'-এর সমার্থক শব্দ কোনটি?

ক) জঙ্গল খ) বাগান

গ) সুবাস ঘ) অন্তরীক্ষ

উত্তর :খ) বাগান

৪. 'স্বাধীনতা' শব্দটি উচ্চারণের সঙ্গে যে বিষয়টি সংযুক্ত-

র. ঐক্য ও প্রত্যয়

রর. সংগ্রাম ও মুক্তি

ররর. ত্যাগ ও গ্রহণ

নিচের কোনটি সঠিক?

\হক) র ও রর খ) রর ও ররর

\হগ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে