শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাবিতে চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ২২ মার্চ ২০২৪, ০০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রফেসর গবেষক ও চিন্তক চৌধুরী জুলফিকার মতিন ১৯ মার্চ এ প্রদর্শনী উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ডক্টর সুলতান-উল-ইসলাম ও চারুকলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর নূরুল আমীন।

এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্বোধনীতে উপস্থিত ছিলেন। এবারের বার্ষিক প্রদর্শনীতে দুটি ডিসিপিস্নন মৃৎশিল্প ও ভাস্কর্য। মৃৎশিল্প ডিসিপিস্ননের ৫১ জন শিক্ষার্থীর ৫৪টি শিল্পকর্ম এবং ভাস্কর্য ডিসিপিস্ননের ৪০ জন শিক্ষার্থী ৫১টি অর্থাৎ ৯১ জন শিক্ষার্থীর ১০৩টি শিল্পকর্ম স্থান পেয়েছে। মৃৎশিল্প ডিসিপিস্ননের শিল্পকর্মের মধ্যে পোড়ামাটির ভাস্কর্য, ফলকচিত্র, মিউরাল, কয়েলপট, পটার, স্টুডিও পটারি এবং বেসিক ডিজাইন রয়েছে। আর ভাস্কর্য ডিসিপিস্ননের মধ্যে, কাঠ, পাথর, সিমেন্ট, পোড়ামাটি, মেটাল, মিশ্র ও স্থাপনা শিল্প রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে