শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিরাত পাঠ প্রতিযোগিতা

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র রমজান উপলক্ষে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে ২০ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম তিনজন ছেলে ও তিনজন মেয়েকে পুরস্ককৃত করা হয়। পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে দেওয়া হয় বঙ্গানুবাদসহ কোরআন শরিফ ও ইসলামি সাহিত্য। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের দায়িত্বরত ইমাম। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে