শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউআইইউতে আলোচনা সভা

শিক্ষা জগৎ ডেস্ক
  ১০ জুন ২০২৪, ০০:০০
ইউআইইউতে আলোচনা সভা
ইউআইইউতে আলোচনা সভা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বাজেট-পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউআইইউ'র বিবিএ প্রোগ্রাম অফিসের উদ্যোগে ৮ জুন এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ এমপি। ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান।

1

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ'র স্কুল অফ বিজনেস অফ ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুসা। এছাড়াও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট'র (আরএপিআইডি) চেয়্যারমান ড. মোহাম্মাদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সরকারের সাবেক সেক্রেটারি (ফিন্যান্স) মাহবুব আহম্মেদ, ইউআইইউ ডিপার্টমেন্ট অব ইকোনমিক্সের প্রধান অধ্যাপক ড. মোহাম্মাদ ওমর ফারুক আলোচনা করেন।

আলোচকরা বাংলাদেশের ২০২৪-২৫ বাজেটের ওপর বিশদ আলোচনার পাশাপাশি বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে