রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আমিরাত

ক্রীড়া ডেস্ক
  ১৭ মে ২০২৫, ২১:১২
বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আমিরাত
ছবি : ট্রফি নিয়ে বাংলাদেশ ও আরব আমিরাতের অধিনায়কের ফটোসেশন

আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ শুরু হলো আজ শনিবার (১৭ মে)। শারজায় বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় প্রথম ম্যাচ। তবে তার আগে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হলো টস।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতলেন স্বাগতিক অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাসকে।

1

তিন বছর আগে সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২০২২ সালে দুবাইয়ে দুই ম্যাচের সিরিজ অবশ্য টাইগাররা ২-০ ব্যবধানে জিতেছিল। এবার পাকিস্তানে যাওয়ার আগে আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে নামছে লিটন দাসের দল। এই সিরিজ দিয়েই নতুন অধিনায়ক লিটন দাসের যাত্রা শুরু। মূল লক্ষ্য আগামী বছরের বিশ্বকাপ।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে কুড়ি ওভারের বিশ্বকাপ। এর আগে অন্তত ১৯টি টি২০ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ হলে সংখ্যাটা আরও বাড়বে। সেটিরই শুরুই হচ্ছে আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে। আজ শনিবার বাংলাদেশ সময় ৯টায় ম্যাচটি শুরু হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে।

সংযুক্ত আরব আমিরাত (একাদশ): মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, আলিশান শরাফু, রাহুল চোপড়া (কিপার), আসিফ খান, ধ্রæব পরাশর, সঞ্চিত শর্মা, মুহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদুল্লাহ।

বাংলাদেশ (একাদশ): লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী (কিপার), শামীম হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে