'ফেব্রম্নয়ারি ১৯৬৯'
৭। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতাটির পটভূমি-
র. দেশ বিভাগ
রর. ১৯৭০ সালের নির্বাচন
ররর. ১৯৬৯ সালের গণ-অভু্যত্থান
নিচের কোনটি সঠিক?
ক) রর খ) ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : খ) ররর
৮। 'এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?' উদ্দীপকের সঙ্গে 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতার কোন বিষয়টির মেলবন্ধন রয়েছে?
ক) নির্যাতন খ) বিজয়
গ) সংগ্রাম ঘ) মিছিল
উত্তর : ক) নির্যাতন
৯। 'কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট'-
আলোচ্য গানটির সঙ্গে 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতার ভাবগত মিল আছে কোনটির?
ক) বিজয় খ) সংগ্রামী চেতনা
গ) ভাঙচুর ঘ) স্বাধীন জীবন
উত্তর : খ) সংগ্রামী চেতনা
১০। 'যারা সংগ্রামী তাদের কোনো লালসা, মোহ থাকে না।' উদ্দীপকের সঙ্গে 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতার সংগ্রামীদের কোন দিকটির সাদৃশ্য রয়েছে?
ক) স্বার্থপরতা খ) প্রতিবাদহীনতা
গ) লোভী ঘ) লোভহীনতা
উত্তর : ঘ) লোভহীনতা
১১। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় কবির কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক) পরার্থবাদ খ) মঙ্গল কামনা
গ) স্মৃতিকাতরতা ঘ) দেশপ্রেম
উত্তর : ঘ) দেশপ্রেম
১২। মুক্তিকামী মানুষের বৈশিষ্ট্য কোনটি?
ক) সংগ্রামশীলতা খ) প্রতিবাদ
গ) উচ্ছৃঙ্খলতা ঘ) মূঢ়তা
উত্তর : ক) সংগ্রামশীলতা
১৩। 'কমলবন' কীসের প্রতীক?
ক) অন্যায়ের খ) অকল্যাণের
গ) ন্যায় ও কল্যাণের ঘ) জীবনের
উত্তর : গ) ন্যায় ও কল্যাণের
১৪. 'নিপুণ' শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
ক. পটু খ. সমর্থ
গ. দক্ষ ঘ. আনাড়ি
উত্তর : ঘ. আনাড়ি
১৫. নিচের কোনটি ভিন্নার্থক শব্দ?
ক. স্ফুটলিঙ্গ খ. আগুন
গ. আগুনের ফুলকি ঘ. অগ্নিকণা
উত্তর : গ. আগুনের ফুলকি
১৬. 'ইস্তাহার' বলতে কী বোঝায়?
ক. খবর খ. প্রচারপত্র
গ. প্রার্থনা ঘ. ইগফার
উত্তর : খ. প্রচারপত্র
১৭. 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতার কবি কোন পথে কৃষ্ণচূড়া দেখেছেন?
ক. গ্রামের পথে খ. শহরের পথে
গ. গঞ্জের পথে ঘ. পাহাড়ি পথে
উত্তর : খ. শহরের পথে
১৮. কবি 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় আগের কোন আন্দোলনকে স্মরণ করেছেন?
ক. ১৯৪৩-এর মন্বন্তর
খ. সিপাহি বিদ্রোহ
গ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
ঘ. ছয় দফা আন্দোলন
উত্তর : গ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
১৯. 'এগারো দফা' কখন ঘোষণা করা হয়?
ক. ১৯৬৭ সালে খ. ১৯৬৮ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭০ সালে
উত্তর : গ. ১৯৬৯ সালে
২০. 'বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে।' কে?
ক. সালাম খ. বরকত
গ. রফিক ঘ. জব্বার
উত্তর : খ. বরকত
২১. 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতাটির প্রধান বৈশিষ্ট্য হলো
র. বিচ্ছিন্নতা
রর. সংঘবদ্ধ হওয়ার প্রেরণা
ররর. বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনযুদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর ও ররর
গ. ররর ঘ. র ও ররর
উত্তর : খ. রর ও ররর
২২. ১৯৬৯ সালটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়?
র. ভাষা আন্দোলন
রর. গণঅভু্যত্থান
ররর. স্বাধীনতা সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর ঘ. র ও রর
উত্তর : খ. রর
২৩. সালামের হাতে অবিনাশী বর্ণমালা কীসের মতো ঝরে?
র. বৃষ্টির মতো রর. ফুলের মতো ররর. নক্ষত্রের মতো
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. ররর
উত্তর : ঘ. ররর
২৪। 'তরুণ প্রাণের' সঙ্গে 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতার কোন চেতনার মিল বিন্যাস পাওয়া যায়?
ক) অশুভ চেতনা খ) পরিশ্রমী চেতনা
গ) সংগ্রামী চেতনা ঘ) মনুষ্য চেতনা
উত্তর : গ) সংগ্রামী চেতনা
২৫। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় যে বিষয়টি ফুটে উঠেছে-
র. সংগ্রামী চেতনা রর. গৌরব ররর. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : খ) র ও ররর
২৬। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় বরকত কার থাবার সম্মুখে বুক পাতে?
ক) নরপিশাচের খ) দালালের
গ) ঘাতকের ঘ) শত্রম্নর
উত্তর : গ) ঘাতকের
২৭। সালামের মুখে পূর্ব বাংলা কী রূপ?
ক) তরুণ খ) কিশোর
গ) যুবক ঘ) বৃদ্ধ
উত্তর : ক) তরুণ
২৮। 'ফেব্রম্নয়ারি ১৯৬৯' কবিতায় বীরের রক্তে কার অশ্রম্নজল ঝরে?
ক) ভাইয়ের খ) বোনের
গ) মায়ের ঘ) পত্নীর
উত্তর : গ) মায়ের
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়