মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

যাযাদি ডেস্ক
  ১৪ মে ২০২৫, ১৩:৫৯
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৪ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। মিছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর, মধুর ক্যান্টিন, কলাভবন হয়ে উপাচার্যের বাসভবনের সামনে শেষ হয়। তারপর উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করছে সংগঠনটি।

1

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘আমাদের অঙ্গীকার, নিরাপদ ক্যম্পাস’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনী তোদের রক্ষা নাই’, ‘নয়মাসে দুই খুন, ভিসি নিয়াজের অনেক খুন’, ‘সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেত দিব না’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কি করে’, ‘এক দুই তিন চার, ভিসি গদি ছাড়’সহ নানা স্লোগান দেন।

গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে