মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভিপ্রবি) ক্যানসার প্রতিরোধে জনসচেতনতামূলক এক ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ইউনেস্কোর অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে মাভিপ্রবি ক্যাম্পাসে ২ নভেম্বর এই ক্যাম্পেইন প্রোগ্রামের আয়োজন করা হয়। ক্যাম্পেইন উপলক্ষে মাভিপ্রবি ক্যাম্পাসে লাইফ সায়েন্স অনুষদের ব্যবস্থাপনায় শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবনের সেমিনার হলে ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাভাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব। বিষয়ের ওপর আলোচনা করেন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন।
সেমিনার সঞ্চালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. মো: ফজলুল করিম।
অনুষ্ঠানে লাইফ সায়েন্স অনুষদভুক্ত শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যানসার প্রতিরোধ ও সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করেন, যা তাদের ভবিষ্যৎ জীবনে স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।