সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন : অখন্ড ইউরোপের প্রবক্তা-

উত্তর : মিখাইল গর্বাচেভ

প্রশ্ন : জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট-

উত্তর : বরিস ইয়েলৎসিন (গণতান্ত্রিক প্রথম প্রেসিডেন্ট)

প্রশ্ন : ইন্টার ফ্যাক্স-

উত্তর : রাশিয়ার বার্তা সংস্থা

প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন-

উত্তর : স্ট্যালিন

প্রশ্ন : ফরাসি বিপস্নব অনুষ্ঠিত হয়-

উত্তর : ১৭৮৯ সালে (১৪ জুলাই)

প্রশ্ন : ফরাসি বিপস্নবের সূচনা হয়-

উত্তর : বাস্তিল দুর্গ আক্রমণের মধ্যদিয়ে

প্রশ্ন : নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট নিযুক্ত হন-

উত্তর : ১৮০২ সালে

প্রশ্ন : 'ওয়াটার লু' যুদ্ধ হয়-

উত্তর : ১৮১৫ সালে

প্রশ্ন : 'ওয়াটার লু' যুদ্ধ হয়-

উত্তর : নেপোলিয়ন ও ডিউক অব ওয়েলিংটনের (ফ্রান্স-ব্রিটেন) মধ্যে

প্রশ্ন : 'ওয়াটার লু' যুদ্ধে জয়ী হয়-

উত্তর : ডিউক অব ওয়েলিংটন

প্রশ্ন : 'ওয়াটার লু' নামক স্থানটি অবস্থিত-

উত্তর : বেলজিয়ামে

প্রশ্ন : ফরাসি বিপস্নবের শিশু বলা হয়-

উত্তর : নেপোলিয়নকে

প্রশ্ন : নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল-

উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে (১৮১৫ সালে)

প্রশ্ন : ফরাসি বিপস্নবের সময় ফ্রান্সের রাজা ছিলেন-

উত্তর : ষোড়শ লুই

প্রশ্ন : ফরাসি বিপস্নবকে লেখনীর মাধ্যমে অনুপ্রেরণা দান করেছিল-

উত্তর : রুশো ও ভলটেয়ার

প্রশ্ন : ফরাসি বিপস্নবের সেস্নাগান ছিল-

উত্তর : স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব

প্রশ্ন : ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম-

উত্তর : এলিসি প্রাসাদ

প্রশ্ন : ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদকাল-

উত্তর : ৫ বছর

প্রশ্ন : ফ্রান্সের সরকারি কাজে ইংরেজি ভাষার পরিবর্তে ফারসি ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হয়-

উত্তর : ১৯৯৪ সালে

প্রশ্ন : ফ্রান্সের লৌহ মানবী নামে পরিচিত-

উত্তর : মিসেল আলিওমারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে