প্রশ্ন : নেপোলিয়ন জন্মগ্রহণ করেন-
উত্তর : ফ্রান্সের কর্সিকা দ্বীপে
প্রশ্ন : 'একশ দিনের শাসন' বললে মনে পড়ে-
উত্তর :নেপোলিয়নের কথা
প্রশ্ন :ঈরঃু ড়ভ ঈঁষঃঁৎব্থ বলা হয়-
উত্তর :প্যারিসকে
প্রশ্ন :মধ্য ইউরোপের স্থলবেষ্টিত প্রজাতন্ত্র-
উত্তর :চেক প্রজাতন্ত্র
প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড-
উত্তর : জার্মানির অধীনে ছিল
প্রশ্ন :'ঈষধংংরপধষ গঁংরপ্থ- এর মাতৃভূমি বলা হয়-
উত্তর : ভিয়েনাকে
প্রশ্ন : 'সিগমন্ড ফ্রয়েড' বলা হয়-
উত্তর : অস্ট্রিয়ার অধিবাসীদের।
প্রশ্ন :আইসল্যান্ডকে বলা হয়-
উত্তর :'মধ্যরাতের সূর্যের দ্বীপ'। কারণ গ্রীষ্মকালে কয়েক সপ্তাহ ধরে আইসল্যান্ডে সূর্য অস্তমিত হয় না
প্রশ্ন :ব্রিটিশ সরকার আয়ারল্যান্ডে উত্তর ও দক্ষিণ আয়ারল্যান্ডর নামে দুই ভাগে বিভক্ত করে-
উত্তর :১৯২০ সালে
প্রশ্ন :পান্না দ্বীপ বলা হয়-
উত্তর :আয়ারল্যান্ডকে
প্রশ্ন :'ইৎবধফ ইধংশবঃ ড়ভ :যব ঝড়ারবঃ টহরড়হ্থ বা সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়ি বলা হতো-
উত্তর :ইউক্রেনকে
প্রশ্ন :ফ্যাসিজমের প্রবর্তক-
উত্তর :ইতালির মুসোলিনী
প্রশ্ন :রোমান সাম্রাজ্যের সদর দপ্তর ছিল-
উত্তর :ইতালিতে
প্রশ্ন :পৃথিবীর মানচিত্রে দেখতে 'বুটের জুতার' মতো দেখায়-
উত্তর :ইতালিকে
প্রশ্ন :সেন বংশের শাসনকালে 'পবনদূত' রচিত হয়। এটির রচয়িতার নাম কী?
উত্তর :ধোয়ী
প্রশ্ন :খ্রিষ্টীয় ৯শ' থেকে ১২শ' শতক পর্যন্ত কোন বংশ আজমীর ও দিলিস্ন অঞ্চলে প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিল ও মুসলমান আক্রমণ প্রতিরোধে সচেষ্ট ছিল?
উত্তর :চৌহান বংশ
প্রশ্ন :কোন রাজা সুলতান মামুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গস্নানি ভোলার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন?
উত্তর :আনন্দ পাল
প্রশ্ন :বাহমনী বংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর :আলাউদ্দীন বাহমনী শাহ