সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
টিপু সুলতান

প্রশ্ন :প্রথম কুষাণ রাজা কে ছিলেন?

উত্তর :প্রথম কুজুল কদফিসেস

প্রশ্ন : নরসিংহ বর্মণ কোন বংশের রাজা ছিলেন?

\হউত্তর :পলস্নব

প্রশ্ন : কে প্রথম ঘোড়ায় করে দ্রম্নত ডাক চলাচলের ব্যবস্থা করেন?

উত্তর : শেরশাহ

প্রশ্ন : ভারতের কোন শাসক ওমর শেখ মির্জার পুত্র?

উত্তর : বাবর

প্রশ্ন : কোনটির সঙ্গে আকবরের নাম জড়িত?

উত্তর : এলাহাবাদ শহর প্রতিষ্ঠা

প্রশ্ন : কোনটি মোহাম্মদ কুলি কুতুব শাহী নির্মাণ করেছিলেন?

উত্তর : চারমিনার

প্রশ্ন : কিসের স্মারক চিহ্ন হিসেবে হায়দরাবাদ শহরে চার মিনার তোরণ প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর :শহরের মারাত্মক পেস্নগ রোগের অবসান

প্রশ্ন :কোন ঐতিহাসিক ব্যক্তি 'মহীশূরের বাঘ' নামে বিশেষ পরিচিত ছিল?

উত্তর :টিপু সুলতান

প্রশ্ন :সম্রাটদের মধ্যে কে 'রাজকুমার সেলিম' নামেও পরিচিত ছিলেন?

উত্তর :জাহাঙ্গীর

প্রশ্ন : আরঙ্গজেবের মৃতু্যর পর তার উত্তরাধিকারীদের মধ্যে সিংহাসনের দখল নিয়ে যুদ্ধ বাধে। সেই যুদ্ধের নাম কী?

উত্তর :বাহাদুরপুরের যুদ্ধ

প্রশ্ন :সপ্তম শতাব্দীতে কোন শহরটি চোল রাজ্যের রাজধানী ছিল?

উত্তর :কুম্বকোনম

প্রশ্ন :কে ১৭৩৯ খ্রিষ্টাব্দে দিলিস্ন আক্রমণ করেছিলেন ও কোহিনূর হীরে লুট করেছিলেন?

উত্তর :নাদির শাহ

প্রশ্ন :তালিকোটার যুদ্ধে পরাজয়ের ফলে কোন হিন্দুরাজ্যের পতন হয়েছিল?

উত্তর :বিজয়নগর

প্রশ্ন :কোন শহরে ১৫০০ খ্রিষ্টাব্দে প্রথম ইউরোপীয় উপনিবেশ গড়ে উঠেছিল?

উত্তর :কোচিন

প্রশ্ন :ভারতীয় ইতিহাসের কোন বিখ্যাত ব্যক্তি মিষ্টির ঝুড়িতে নিজেকে লুকিয়ে আগ্রা থেকে পালিয়েছিলেন?

উত্তর :শিবাজী

প্রশ্ন :মুহম্মদ বিন তুঘলক দিলিস্নতে যে নগরের প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কী?

উত্তর :জাঁহাপনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে