প্রশ্ন : ফুলবাড়িয়া কয়লাখনিতে কোন কয়লা পাওয়া যায়?
উত্তর : বিটুমিনাস কয়লা।
প্রশ্ন : উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া যায় কোথায়?
উত্তর : জামালগঞ্জে।
প্রশ্ন : চীনামাটির মজুত আছে কোথায়?
উত্তর :ময়মনসিংহের বিজয়পুর, রাজশাহীর পত্নীতলা ও চট্টগ্রামের পটিয়া।
প্রশ্ন :কাঁচবালির সর্বাধিক মজুত কোথায়?
উত্তর : সিলেট।
প্রশ্ন : মধ্যপাড়ার কঠিন শিলাখনি কোথায় অবস্থিত?
উত্তর : দিনাজপুর জেলার পার্বতীপুরে।
প্রশ্ন :খনিজ সম্পদের জন্য কী বিখ্যাত?
উত্তর : সুরমা বেসিন।
প্রশ্ন :কোথায় তেজস্ক্রিয় বালি আছে-
উত্তর :কক্সবাজারের সমুদ্র সৈকতে।
প্রশ্ন : কোন কয়লাখনিতে দস্তা পাওয়ার সম্ভাবনা রয়েছে?
উত্তর : দিনাজপুরের মধ্যপাড়া।
প্রশ্ন : আস্কারা এর প্রাচীন নাম কী?
উত্তর : অ্যাঈোলা (তুরস্ক)
প্রশ্ন : বারকিনা ফাসো এর প্রাচীন নাম কী?
উত্তর : আপার ভোল্টা।
প্রশ্ন : জিবুতি এর প্রাচীন নাম কী?
উত্তর :আফার ও ইসা।
প্রশ্ন : ইথিওপিয়ার প্রাচীন নাম কী?
উত্তর : আবিসিনিয়া/সোমালিল্যান্ড।
প্রশ্ন : ভারতের প্রাচীন নাম কী?
উত্তর :হিন্দুস্তান।
প্রশ্ন : কম্বোডিয়া, লাওস, ভিয়েতনামের প্রাচীন নাম কী?
উত্তর :ইন্দোচীন।
প্রশ্ন : সাবায়ের প্রাচীন নাম কী?
উত্তর :বোর্নিও।
প্রশ্ন :জাম্বিয়া এর প্রাচীন নাম কী?
উত্তর :রেডেশিয়া
প্রশ্ন : টুভ্যলু এর প্রাচীন নাম কী?
উত্তর :এলিস দীপপুঞ্জ।
প্রশ্ন : কঙ্গো প্রজাতন্ত্র এর প্রাচীন নাম কী?
উত্তর : জায়ারে।
প্রশ্ন: ইস্তাম্ভুল এর প্রাচীন নাম কী?
উত্তর :কনস্টান্টিবোপল।
প্রশ্ন :কম্পুচিয়া এর প্রাচীন নাম কী?
উত্তর :কম্বোডিয়া।
প্রশ্ন : ফ্রান্স এর প্রাচীন নাম কী?
উত্তর :দ্যগল।
প্রশ্ন : কিরিবাতি এর প্রাচীন নাম কী?
উত্তর :গিলবার্ট।