বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ ডে' পালিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ ডে' পালিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ ডে' পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ ডে' (স্নাতক গবেষণা দিবস) পালন করা হয়েছে। গবেষণা সংসদ ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশে প্রথমবারের মতো 'সংস্কারের জন্য গবেষণা' প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ৬ ডিসেম্বর দিবসটি উদযাপন করে সংগঠনটি। কেক কেটে, বেলুন উড়িয়ে, রিসার্চর্ যালি, রিসার্চ টক ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

টিএসসি ক্যাফেটেরিয়ায় 'রিসার্চ টক' ও আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি ফাহিম হাসান মাহাদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল করিম শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পর সেখানে স্থায়ীভাবে বসবাসকে নিরুৎসাহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে