শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

৭৮. সি এন শঙ্কর রাও কয় ধরনের মূল্যবোধের কথা উলেস্নখ করেছেন?

ক) ২ ধরনের খ) ৩ ধরনের

গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের

উত্তর :গ) ৪ ধরনের

৭৯. সর্বপ্রথম কে সমাজসেবায় পেশাগত প্রশিক্ষণ দানের প্রস্তাব উত্থাপন করেন?

ক) মেরি রিচমন্ড খ) আর্নল্ড টয়েনবি

গ) উইলিয়াম বিভারিজ ঘ) এনা এল ডয়েস

উত্তর : ঘ) এনা এল ডয়েস

৮০. সমস্যা নির্ণয় বলতে কী বোঝায়?

ক) ব্যক্তি সমস্যা চিহ্নিত করা

খ) ব্যক্তির মনোসামাজিক অনুধ্যান করা

গ) সেবাগ্রহীতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা

ঘ) তথ্য সংগ্রহের মাধ্যমে সমাধান করা

উত্তর : ক) ব্যক্তি সমস্যা চিহ্নিত করা

৮১. পেশাদার সমাজকর্ম কোন ধরনের সেবা দানে বিশ্বাসী?

ক) ব্যক্তিগত খ) দলগত

গ) প্রাতিষ্ঠানিক ঘ) আনুষ্ঠানিক

উত্তর : গ) প্রাতিষ্ঠানিক

৮২. পেশা ও বৃত্তির মধ্যে মৌলিক পার্থক্য কোথায়?

ক) জ্ঞানে খ) প্রশিক্ষণে

গ) পারিশ্রমিকে ঘ) নৈতিক মানদন্ডে

উত্তর : ক) জ্ঞানে

৮৩. নিচের কোনটি সমাজকর্মের মূল্যবোধ?

ক) সামাজিক আদর্শ খ) সততা

গ) গোপনীয়তা ঘ) সমবেদনা

উত্তর : গ) গোপনীয়তা

৮৪. ছমির ঢাকা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। রিকশা চালানো তার-

ক) নেশা খ) পেশা

গ) বৃত্তি ঘ) চাকরি

উত্তর : গ) বৃত্তি

৮৫. সমাজকর্ম মূল্যবোধের মূল লক্ষ্য কী?

ক) ব্যক্তির কল্যাণ সাধন খ) মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি

গ) সমাজের নিয়ম-নীতি নির্ধারণ ঘ) সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা

উত্তর : ক) ব্যক্তির কল্যাণ সাধন

৮৬. সমাজকর্ম সাহায্যপ্রার্থীকে কীভাবে সেবা প্রদান করে?

ক) অর্থের মাধ্যমে খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে

গ) উৎসাহ প্রদানের মাধ্যমে

ঘ) আইন সহায়তার মধ্যে

উত্তর : খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে

৮৭. সমাজকে একটি কল্যাণমুখী সমাজে পরিণত করার জন্য কোনটি সর্বাধিক প্রয়োজন?

ক) সার্বিক সুষম উন্নয়ন খ) প্রচুর শিল্পকারখানা নির্মাণ

গ) প্রচুর ধনী শ্রেণি তৈরি ঘ) মৌলিক চাহিদা পূরণ

উত্তর : ক) সার্বিক সুষম উন্নয়ন

৮৮. সি এন শঙ্কর রাও কয় ধরনের মূল্যবোধের কথা উলেস্নখ করেছেন?

ক) ২ ধরনের খ) ৩ ধরনের

গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের

উত্তর : গ) ৪ ধরনের

৮৯. সর্বপ্রথম কে সমাজসেবায় পেশাগত প্রশিক্ষণ দানের প্রস্তাব উত্থাপন করেন?

ক) ম্যারি রিচমন্ড খ) আর্নল্ড টয়েনবি

গ) উইলিয়াম বিভারিজ ঘ) এনা এল ডয়েস

উত্তর : ঘ) এনা এল ডয়েস

৯০. সমাজকর্ম মূল্যবোধের মূল লক্ষ্য কী?

ক) ব্যক্তির কল্যাণ সাধন খ) মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি

গ) সমাজের নিয়মনীতি নির্ধারণ ঘ) সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা

উত্তর : ক) ব্যক্তির কল্যাণ সাধন

সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়

১. সমাজকল্যাণের যাত্রা শুরু হয়েছে-

ক) দানশীলতার মাধ্যমে খ) জাকাতের মাধ্যমে

গ) এতিমখানার মাধ্যমে ঘ) দেবোত্তরের মাধ্যমে

উত্তর : ক) দানশীলতার মাধ্যমে

২. ইংরেজি ্তুঝড়পরবঃু' শব্দটির মূল শব্দ-

ক) ঝড়পরধষ খ) ঝড়পরবঃরবং

গ) ংড়পরবঃধং ঘ) ঝড়পরঁং

উত্তর : ঘ) ঝড়পরঁং

৩. 'সমাজকল্যাণ হচ্ছে সকল মানুষের কল্যাণের লক্ষ্যে সকল মানুষের সুসংগঠিত কর্মপ্রচেষ্টা'- সংজ্ঞাটি প্রদান করেছেন কে?

ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা খ) জি উইলসন

গ) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার ঘ) সমাজকর্ম অভিধান

উত্তর : খ) জি উইলসন

৪. সমাজকল্যাণ ধারণার সৃষ্টি মূলত কোন ভাবধারা থেকে এসেছে?

র) ধর্মীয় অনুভূতি রর) মানবতাবাদী চিন্তাধারা ররর) সামাজিক দায়িত্ববোধ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে