রাজধানীর বিমানবন্দর সড়কের বনানী এলাকায় বেপরোয়া গাড়ি চাপায় একজন পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) মধ্যরাতে বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
বনানী থানার ডিউটি অফিসার এএসআই জানে আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কের মাছরাঙা টেলিভিশনের অফিসের সামনে গাড়ি চাপায় একজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরো দুজন গুরুতর আহত হন।
আহত দুইজনকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।