সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়
৫. সমাজকল্যাণের পরিধি-
ক) ব্যাপক ও বিস্তৃত খ) সংকীর্ণ
গ) অতি সামান্য ঘ) নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ
উত্তর : ক) ব্যাপক ও বিস্তৃত
৬. সমাজকল্যাণের ধারণা-
ক) অতি প্রাচীন খ) নবীন
গ) অর্বাচীন ঘ) শিল্প বিপস্নব পরবর্তী সময়ে
উত্তর : ক) অতি প্রাচীন
৭. ঐতিহ্যগত সমাজকল্যাণ বলতে কি বোঝায়?
ক) শিল্প বিপস্নব পরবর্তী সমাজসেবা
খ) প্রাক-শিল্প যুগের বিচ্ছিন্ন অসংগঠিত সমাজসেবা
গ) প্রাগৈতিহাসিক যুগের সমাজসেবা
ঘ) ঊনবিংশ শতাব্দীর সমাজসেবা
উত্তর : খ) প্রাক-শিল্প যুগের বিচ্ছিন্ন অসংগঠিত সমাজসেবা
৮. ছকের '?' চিহ্ন নির্দেশ করে নিচের কোনটি?
ক) ঐতিহ্যগত সমাজকল্যাণ খ) পেশাগত সমাজকর্ম
গ) সুসংগঠিত সমাজসেবা ঘ) আধুনিক সমাজসেবা
উত্তর : ক) ঐতিহ্যগত সমাজকল্যাণ
৯. উক্ত সমাজসেবা ব্যবস্থা ছিল-
র) আর্থিক সাহায্যকেন্দ্রিক
রর) স্থানীয় ক্ষেত্রে সীমাবদ্ধ
ররর) স্বেচ্ছাভিত্তিক
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
১০. নিচের কোনটি ঐতিহ্যগত সমাজকল্যাণের অন্তর্ভুক্ত নয়?
ক) দানশীলতা খ) সরাইখানা
গ) জাকাত ঘ) সার্কিট হাউস
উত্তর : ঘ) সার্কিট হাউস
১১. ঐতিহ্যগত সমাজকল্যাণের সবচেয়ে শক্তিশালী ভিত্তি কোনটি?
ক) জাকাত খ) দেবোত্তর
গ) বাইতুলমাল ঘ) দানশীলতা
উত্তর : ঘ) দানশীলতা
১২. ঈযধৎরঃু শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
ক) ল্যাটিন খ) গ্রিক
গ) ইংরেজি ঘ) রোমান
উত্তর :ক) ল্যাটিন
১৩. দানশীলতা ত্রম্নটিমুক্ত নয়। কারণ-
\হর) এটি অসংগঠিত ও বিচ্ছিন্ন সমাজসেবা
রর) দাতার ইচ্ছার উপর নির্ভরশীল
ররর) এটিতে মানবতাকে প্রাধান্য দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
১৪. ইসলামী শরীয়তে সদকা-
ক) ফরজ খ) ওয়াজিব
গ) নফল ঘ) সুন্নত
উত্তর :গ) নফল
১৫. সদকা সাধারণত কত প্রকার?
ক) দুই প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার
উত্তর : ক) দুই প্রকার
১৬. ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি কোনটি?
ক) বাইতুল মাল খ) ধর্মগোলা
গ) সদকা ঘ) জাকাত
উত্তর : ক) বাইতুল মাল
১৭. 'ঝড়পরধষ ড়িৎশ রহ পড়হঃবসঢ়ড়ৎধৎু ংড়পরবঃু' গ্রন্থটির লেখক কে?
ক) ড. অ. ঋৎরবফষধহফবৎ
খ) ডরষনবৎঃ ঊ. গড়ড়ৎব
গ) ঈযধৎষবং ঝ. খবাু
ঘ) ঈযধৎষবং উ.এধৎারহ
উত্তর : ঘ) ঈযধৎষবং উ. এধৎারহ
১৮. বাধ্যতামূলক সদকার উদাহরণ কোনটি?
র) সদকাতুল ফিতর
রর) কোরবানির পশুর চামড়ার মূল্য
ররর) ভিক্ষুক বা মিসকিনকে দান
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর
ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
১৯. জাকাত কোন ধরনের শব্দ?
ক) আরবি খ) ফারসি
গ) উর্দু ঘ) ফরাসি
উত্তর : ক) আরবি
২০. জাকাত শব্দের অর্থ নয় কোনটি?
ক) পবিত্র করা খ) বৃদ্ধি করা
গ) দান করা ঘ) সংশোধন করা
উত্তর :গ) দান করা
২১. নিসাব পরিমাণ সম্পদ বলতে বোঝায়-
র) সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপা
রর) সাড়ে সাত তোলা সোনা ও সাড়ে বায়ান্ন তোলা রুপা
ররর) সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
\হউত্তর : গ) র ও ররর
২২. জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ মালিকানায় থাকতে হয়-
ক) পূর্ণ এক বছর খ) অর্ধ বছর
গ) এক বছরের কিছু সময় ঘ) অনির্দিষ্ট সময়
উত্তর : ক) পূর্ণ এক বছর
২৩. জাকাত প্রদান করা সামর্থ্যবান মুসলমানের জন্য-
ক) ফরজ খ) ওয়াজিব
গ) নফল ঘ) সুন্নত
উত্তর : ক) ফরজ
২৪. জাকাতের জন্য নির্দিষ্ট সম্পদগুলোকে কয় ভাগে ভাগ করা হয়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে
গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
উত্তর : ঘ) পাঁচ ভাগে
২৫. জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি?
ক) ৫টি খ) ৬টি
গ) ৭টি ঘ) ৮টি
উত্তর : গ) ৭টি
২৬. জাকাত বণ্টনের খাত কয়টি?
ক) ৫টি খ) ৬টি
গ) ৭টি ঘ) ৮টি
উত্তর :ঘ) ৮টি
২৭. পবিত্র কোরআনের কোন সুরায় জাকাত বণ্টনের খাতের কথা উলেস্নখ আছে?
ক) সুরা বাকারা খ) সুরা ইয়াসিন
গ) সুরা আল ইমরান ঘ) সুরা তওবা
উত্তর : ঘ) সুরা তওবা
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়