শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফেসবুক বায়োতে ‘মেয়র’ পরিচয় যুক্ত করলেন ইশরাক

যাযাদি ডেস্ক
  ০২ মে ২০২৫, ১৪:২৫
ফেসবুক বায়োতে ‘মেয়র’ পরিচয় যুক্ত করলেন ইশরাক
ইশরাক হোসেন

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির বায়ো পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পরিচয় যুক্ত যুক্ত করেছেন।

তবে তার এ পদের মেয়াদ কতদিন স্থায়ী হবে সেটি নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা।

সম্প্রতি, ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ২৭ এপ্রিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়।

কিন্তু ৩ মার্চ নির্বাচনের ফল বাতিল ও গেজেট অবৈধ ঘোষণার দাবিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন।

এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে, ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন।

এর আগে, গত বছরের আগস্ট মাসে আওয়ামী সরকারের আমলে থাকা মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

তাই, নতুন মেয়র হিসেবে শপথ নিলেও ইশরাক হোসেনের মেয়াদকাল নিয়ে সংশয় রয়েছে, কারণ বর্তমান মেয়র পদটির মেয়াদ ২০২৫ সালের ১৫ মে শেষ হচ্ছে। অর্থাৎ, শপথ নেয়ার পর তিনি সর্বোচ্চ দুই সপ্তাহ মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে