বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

৫৩. 'ব্যক্তি ও তার পরিবেশের মাঝে সামঞ্জস্য বিধানের উদ্দেশ্যে পরিচালিত যাবতীয় কার্যাবলির সমষ্টি হলো সমাজসেবা'- সংজ্ঞাটি কার?

ক) জেমস মিজলের খ) সমাজকর্ম অভিধানের

গ) জাতিসংঘের ঘ) ডবিস্নউ এ ফিনল্যান্ডের

উত্তর : গ) জাতিসংঘের

৫৪. সমাজসেবা খাতে ব্যয় করা-

ক) সম্পদের অপচয় খ) সম্পদের সদ্ব্যবহার

গ) মানব মূলধন বিনিয়োগ ঘ) অপ্রয়োজনীয়

উত্তর : গ) মানব মূলধন বিনিয়োগ

৫৫. 'সমাজসেবা হলো সেসব কার্যক্রম যা এবং প্রত্যক্ষভাবে মানব সম্পদের সংরক্ষণ, প্রতিপালন ও উন্নয়নে নিয়োজিত'- সংজ্ঞাটি প্রদান করেছেন কে?

ক) জেমস মিজলে খ) সমাজকর্ম অভিধান

গ) হেরি এম ক্যাসিডি ঘ) ডবিস্নউ এ ফিনল্যান্ডের

উত্তর : গ) হেরি এম ক্যাসিডি

৫৬. সামাজিক পরিবর্তনের ইংরেজি প্রতিশব্দ কী?

ক) ঝড়পরধষ জবভড়ৎস খ) ঝড়পরধষ ঈযধহমব

গ) ঝড়পরধষ ঈড়হঃৎড়ষ ঘ) ঝড়পরধষ ঊীপযধহমব

উত্তর : খ) ঝড়পরধষ ঈযধহমব

৫৭. সমাজসেবা খাতে ব্যয় করাকে মানব মূলধনে বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন কে?

ক) জেমস মিজলে খ) সমাজকর্ম অভিধান

গ) হেরি এম ক্যাসিডি ঘ) ডবিস্নউ এ ফিনল্যান্ডের

উত্তর : ক) জেমস মিজলে

৫৮. সমাজ কাঠামো বা সামাজিক সংগঠনের মধ্যে সংঘটিত রদবদলকে কী বলা যায়?

ক) সামাজিক উনয়ন খ) সামাজিক নিরাপত্তা

গ) সামাজিক পরিবর্তন ঘ) সামাজিক নিয়ন্ত্রণ

উত্তর : গ) সামাজিক পরিবর্তন

৫৯. সামাজিক পরিবর্তন সব সময়-

র) ইতিবাচক হয় রর) নেতিবাচক হয় ররর) উভয়টিই হয়

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৬০. 'সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও কার্যাবলির পরিবর্তন।'- এটি বলেছেন-

ক) ম্যাকাইভার খ) রামনাথ শর্মা

গ) কিংসলে ডেভিস ঘ) জেমস মিজলে

উত্তর : গ) কিংসলে ডেভিস

৬১. ম্যাকাইভারের মতে সামাজিক পরিবর্তন হলো-

ক) সমাজ কাঠামোর রূপান্তর

খ) সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে রদবদল

গ) সামাজিক সম্পর্কের পরিবর্তন

ঘ) সামাজিক অবস্থানের রূপান্তর

উত্তর : গ) সামাজিক সম্পর্কের পরিবর্তন

৬২. রহিমা বেগম প্রতিমাসের সরকার কর্তৃক বিধবা ভাতা গ্রহণ করেন। রহিমা বেগমের মাসে মাসে ভাতা গ্রহণ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সম্পর্কযুক্ত?

ক) সামাজিক বীমা

খ) সমাজসেবা

গ) সামাজিক সাহায্য

ঘ) সামাজিক কার্যক্রম

উত্তর : গ) সামাজিক সাহায্য

৬৩. 'সময়ের ব্যবধানে কোন সমাজের রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের যে পরিবর্তন লক্ষ্য করা যায়, তাই সামাজিক পরিবর্তন।'-সংজ্ঞাটি প্রদান করেছেন কে?

ক) ম্যাকাইভার খ) রামনাথ শর্মা

গ) কিংসলে ডেভিস ঘ) রবার্ট এল বার্কার

উত্তর : ঘ) রবার্ট এল বার্কার

৬৪. সতীদাহ উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?

ক) ১৮২৮ সালে খ) ১৮২৯ সালে

গ) ১৮৫৬ সালে ঘ) ১৮৫৭ সালে

উত্তর : খ) ১৮২৯ সালে

৬৫. সমাজসেবা হচ্ছে-

র) মানবসম্পদ উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে গৃহীত সুসংগঠিত কার্যক্রম

রর) অসুবিধাগ্রস্ত ও অসহায় শ্রেণির কল্যাণে গৃহীত কার্যক্রম

ররর) মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ইত্যাদি কার্যক্রম

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৬৬. সতীদাহ প্রথা উচ্ছেদ সাধনে কোন সমাজ সংস্কারকের অবদান সর্বজন স্বীকৃত?

ক) রাজা রামমোহন রায় খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ) বেগম রোকেয়া ঘ) হাজী মোহাম্মদ মহসীন

উত্তর : ক) রাজা রামমোহন রায়

৬৭. ব্যবহারিক দিক থেকে ওয়াকফ কত প্রকার?

ক) ২ প্রকার খ) ৩ প্রকার

গ) ৪ প্রকার ঘ) ৬ প্রকার

উত্তর : খ) ৩ প্রকার

নিচের উদ্দীপকটি পড়ে ৬৮ ও ৬৯ নং প্রশ্নের উত্তর দাও।

আ. রহমান সাহেব প্রতিবছর নির্দিষ্ট সময়ে তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত জনগণকে দান করেন। এতে এলাকার মানুষের দারিদ্র্য দূরীকরণে সহায়ক হয়।

৬৮. আ. রহমান সাহেবের দান হচ্ছে-

ক) জাকাত খ) ওয়াকফ

গ) সদকা ঘ) দানশীলতা

উত্তর : ক) জাকাত

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে