রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শূণ্যস্থান পূরণ

৪৭। ্ত মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

উত্তর: তামাক

৪৮। তামাক সবচেয়ে বেশি জন্মে ্ত জেলায়।

উত্তর: রংপুর

৪৯। জামদানি এদেশের ্ত শাড়ীর নাম।

উত্তর: ঐতিহ্যবাহী

৫০। এদেশের মসলিন কাপড় ্ত ছিল।

উত্তর: জগৎ বিখ্যাত

৫১। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প হলো ্ত।

উত্তর: পোশাক শিল্প

৫২। পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও ্ত কাজ করে।

উত্তর: পুরুষ

৫৩। ঘোড়াশালে ্ত কারখানা অবস্থিত।

উত্তর: সার

৫৪। কুটির শিল্প হলো ্ত পরিসরে করা শিল্প।

উত্তর: ক্ষুদ্র

৫৫। ঢাকার ধামরাই ্ত শিল্পের জন্য বিখ্যাত।

উত্তর: কাঁসা

৫৬। ফুলদানি তৈরিতে ্ত ব্যবহার করা হয়।

উত্তর: মাটি

৫৭। বাংলাদেশের অর্থনীতি ্ত।

উত্তর: কৃষিনির্ভর

৫৮। অধিক জনসংখ্যা মানুষের ্ত চাহিদার উপর চাপ সৃষ্টি করে।

উত্তর: মৌলিক

৫৯। গৃহহীন মানুষ ্ত খোঁজে শহরে চলে আসছে।

উত্তর: কাজের

৬৯। শহরের ফুটপাতে ্ত মানুষ বসবাস করে।

উত্তর: ছিন্নমূল

৬০। অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো ্ত জনশক্তি।

উত্তর:দক্ষ

৬১। বাংলাদেশের রয়েছে ্ত।

উত্তর: জনশক্তি

৬২। আমাদের ্ত মান উন্নত করতে হবে।

উত্তর: শিক্ষার

৬৩। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের ্ত দেওয়া হয়।

উত্তর: প্রশিক্ষণ

৬৪। শতভাগ সাক্ষরতার ্ত নিশ্চিত করতে হবে।

উত্তর: হার

৬৫। আমাদের আমদানির ্ত রফতানির পরিমাণ বাড়াতে হবে।

উত্তর:তুলনায়

৬৬। আবহাওয়া হলো স্বল্প সময়ের ্ত তাপমাত্রা।

উত্তর: গড়

৬৭। পৃথিবীর গড় ্ত বৃদ্ধি পাচ্ছে।

উত্তর: তাপমাত্রা

৬৮। ক্রমেই ভূ-গর্ভস্থ পানির ্ত নিচে নেমে যাচ্ছে।

উত্তর: স্তর

৬৯। বাংলাদেশে অসংখ্য ্ত রয়েছে।

উত্তর: নদ-নদী

৭০। মানুষ উদ্বাস্তু হওয়ার একটি কারণ হলো ্ত।

উত্তর: নদীভাঙন

৭১। নদী থেকে বালি ্ত নদী ভাঙনের একটি কারণ।

উত্তর: উত্তোলন

৭২। নদীভাঙন ্ত ও ্তকারণে হয়।

উত্তর: মানবসৃষ্ট ও প্রাকৃতিক

৭৩। দীর্ঘকাল বৃষ্টি না হলে ্ত হয়।

উত্তর: খরা

৭৪। খরার ফলে নদী,পুকুর,খাল ও বিল ্ত যায়।

উত্তর: শুকিয়ে

৭৫। খরায় খাবার পানির ্ত দেখা দেয়।

উত্তর: অভাব

৭৬। বাংলাদেশের ভূমিকম্পপ্রবণ এলাকাকে ্ত ভাগে ভাগ করা হয়।

উত্তর: তিন

৭৭। ভূমিকম্প চলাকালীন ্ত থাকতে হবে।

উত্তর: শান্ত

৭৮। বড় ধরনের ভূমিকম্পের পর ্ত ও ্ত হওয়ার সম্ভাবনা থাকে।

উত্তর: সুনামি ও বন্যা

৭৯। প্রতিটি মানুষ ্ত স্বাধীন।

উত্তর: জন্মগতভাবে

৮০। মানবাধিকার রক্ষার বিষয়ে সকলকে ্ত হতে হবে।

উত্তর: সচেতন

৮১। অটিজম কোনো ্ত নয়।

উত্তর: রোগ

৮২। অটিস্টিক শিশুদের কেউ চঞ্চল আবার কেউ ্ত।

উত্তর: শান্ত

৮৩। অন্যের স্পর্শে তারা ্তওঠে।

উত্তর: আঁতকে

৮৪। অটিস্টিক শিশুদের সাথে ্ত ব্যবহার করতে হবে।

উত্তর: ভালো

৮৫। শহরের অনেক শিশু ্ত।

উত্তর: : গৃহহীন

৮৬। শিশু পাচার একটি মানবাধিকার ্ত কাজ।

উত্তর : বিরোধী

৮৭। ছেলে ও মেয়েদের সমান ্ত দিতে হবে।

উত্তর: অধিকার

৮৮। বেগম রোকেয়া ছিলেন নারী ্ত অগ্রদূত।

উত্তর: জাগরণের

৮৯। ৯ই ডিসেম্বর ্ত দিবস পালন করা হয়।

উত্তর: রোকেয়া

৯০। বিশ্বের কল্যাণে নারী ও পুরুষের ্ত অবদান।

উত্তর:সমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে