রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:০১
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি

প্রশ্ন:সমাজকর্মের লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণে কত সালে ঘঅঝড কর্তৃক প্রকাশিত বিষয়গুলোকে প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা হয়?

উত্তর: সমাজকর্মের লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণে ১৯৮১ সালে ঘঅঝড কর্তৃক প্রকাশিত বিষয়গুলোকে প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা হয়।

প্রশ্ন:সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কোন ধরনের কার্যক্রম?

উত্তর: সামাজিক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নমূলক কার্যক্রম।

প্রশ্ন:সামাজিক উন্নয়নের পূর্বশর্ত কী?

উত্তর: সামাজিক উন্নয়নের পূর্বশর্ত সামাজিক সচেতনতা সৃষ্টি করা।

প্রশ্ন:আর্থ-সামাজিক উন্নয়ন কী?

উত্তর: অর্থনৈতিক ও সামাজিক জীবনের ভারসাম্যপূর্ণ উন্নয়নই হলো আর্থ-সামাজিক উন্নয়ন।

প্রশ্ন:সমাজকর্ম সাহায্যার্থীকে কিভাবে সেবা প্রদান করে?

উত্তর: সমাজকর্ম সাহায্যার্থীকে সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সেবা প্রদান করে।

প্রশ্ন:সমাজকর্মের পরিধি কেমন?

উত্তর: সমাজকর্মের পরিধি ব্যাপক ও বিস্তৃত।

প্রশ্ন:"ঈড়হপবঢ়ঃ ধহফ সবঃযড়ফং ড়ভ ংড়পরধষ ড়িৎশ" গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: "ঈড়হপবঢ়ঃ ধহফ সবঃযড়ফং ড়ভ ংড়পরধষ ড়িৎশ" গ্রন্থটির রচয়িতা ডধষঃবৎ অ.ঋৎরবফষধহফবৎ.

প্রশ্ন:সমাজকর্মকে একটি বিজ্ঞান, কলা ও পেশা হিসেবে আখ্যায়িত করেছেন কে?

উত্তর: সমাজকর্মকে একটি বিজ্ঞান, কলা ও পেশা হিসেবে আখ্যায়িত করেছেন স্কিডমোডর ও থ্যাকারি।

প্রশ্ন:'ঊহপুপষড়ঢ়ধবফরধ ড়ভ ংড়পরধষ ড়িৎশ"-কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়?

উত্তর: "ঊহপুপষড়ঢ়ধবফরধ ড়ভ ংড়পরধষ ড়িৎশ" ঘঅঝড কর্তৃক প্রকাশিত হয়।

প্রশ্ন:সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?

উত্তর: সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ সমাজকর্ম।

প্রশ্ন:সমাজকর্মের পরিধি বলতে কোনটিকে বুঝায়?

উত্তর: সমাজকর্মের পরিধি বলতে এর ব্যবহারিক দিককে বুঝায়।

প্রশ্ন:সমাজে বিদ্যমান সমস্যাগুলি কীরূপ?

উত্তর: সমাজে বিদ্যমান সমস্যাগুলি বহুমুখী।

প্রশ্ন:ওঋঝড এর পূর্ণরূপ কী?

উত্তর:ওঋঝড এর পূর্ণরূপ হলো ওহঃবৎহধঃরড়হধষ ঋবফবৎধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশবৎং.

প্রশ্ন:সমাজকর্মের মৌলিক পদ্ধতি কত প্রকার?

উত্তর: সমাজকর্মের মৌলিক পদ্ধতি ৩ প্রকার প্রকার।

প্রশ্ন:সমাজকর্মকে কেন মূল্যবোধ আশ্রিত পেশা বলা হয়?

উত্তর: সুনিুর্দিষ্ট কিছু মূল্যবোধ অনুসরণ করে চলে বলে সমাজকর্মকে মূল্যবোধ আশ্রিত পেশা বলা হয়।

প্রশ্ন:"ঝড়পরধষ ডড়ৎশ ঢ়ৎধপঃরপব: গড়ফবষ ধহফ গবঃযড়ফ" গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:'ঝড়পরধষ ডড়ৎশ ঢ়ৎধপঃরপব: গড়ফবষ ধহফ গবঃযড়ফ' গ্রন্থটির রচয়িতা অহহব খ গরহধযধহ.

প্রশ্ন:পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় কখন?

উত্তর: পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় শিল্প বিপস্নবের পর।

প্রশ্ন:সমাজকর্ম শিক্ষা কী?

উত্তর: সমাজের সার্বিক কল্যাণ ও সমস্যাগ্রস্থ মানুষকে পেশাদার সেবা প্রদানের জন্য সমাজকর্মের প্রয়োজনীয় তাত্ত্বিক, পদ্ধতিগত এবং মাঠপর্যায়ের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনই হলো সমাজকর্ম শিক্ষা।

সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট

প্রশ্ন:দরিদ্র আইন কী?

উত্তর: দরিদ্রদের কল্যাণার্থে প্রণীত আইনকেই দরিদ্র আইন বলে।

প্রশ্ন:'বস্নাক ডেথ' ' কী?

উত্তর: 'বস্নাক ডেথ' পেস্নগ রোগের কারণে সৃষ্ট একটি মহামারী,যা ১৩৪৬ থেকে ১৩৫৩ সালের মধ্যে বিশ্বব্যাপী ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।

প্রশ্ন:দরিদ্র আইনের ভিত্তিভূমি হিসেবে বিবেচনা করা হয় কোন দেশকে?

উত্তর: দরিদ্র আইনের ভিত্তিভূমি হিসেবে বিবেচনা করা হয় ইংল্যান্ডকে।

প্রশ্ন:ইংল্যান্ডে দরিদ্র আইনগুলো করা হয়েছিল কোন শতাব্দীতে?

উত্তর: ইংল্যান্ডে দরিদ্র আইনগুলো করা হয়েছিল চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীতে।

প্রশ্ন:সর্বপ্রথম ইংল্যান্ডে দরিদ্র আইন প্রণয়ন করেন কে?

উত্তর: সর্বপ্রথম ইংল্যান্ডে দরিদ্র আইন প্রণয়ন করেন রাজা তৃতীয় এডওয়ার্ড।

প্রশ্ন:সর্বপ্রথম কত সালে ইংল্যান্ডে দরিদ্র আইন প্রণীত হয়?

উত্তর: সর্বপ্রথম ইংল্যান্ডে দরিদ্র আইন প্রণীত হয় ১৩৪৯ সালে।

প্রশ্ন:'ডি সাবভেনশন পপারাম' (উব ঝঁনাবহঃরড়হ চধঁঢ়বৎঁস) কর্মসূচির উদ্যোক্তা কে ছিলেন?

উত্তর: 'ডি সাবভেনশন পপারাম' (উব ঝঁনাবহঃরড়হ চধঁঢ়বৎঁস) কর্মসূচির উদ্যোক্তা ছিলেন জোয়ান লুইস ভিভস।

প্রশ্ন:'বস্ন্যাক ডেথ' সংঘটিত হয় কত সালে?

উত্তর: 'বস্ন্যাক ডেথ' সংঘটিত হয় ১৩৪৮ সালে।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে