শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট

প্রশ্ন:১৩৪৯ সাল থেকে ১৫৯৭ সাল পর্যন্ত ইংল্যান্ডে কতটি দরিদ্র আইন প্রণীত হয়?

উত্তর: ১৩৪৯ সাল থেকে ১৫৯৭ সাল পর্যন্ত ইংল্যান্ডে ৪২ টি দরিদ্র আইন প্রণীত হয়।

প্রশ্ন:কোন রোগের প্রাদুর্ভাবকে 'বস্ন্যাক ডেথ' হিসেবে আখ্যায়িত করা হয়?

উত্তর: পেস্নগ রোগের প্রাদুর্ভাবকে 'বস্ন্যাক ডেথ' হিসেবে আখ্যায়িত করা হয়।

প্রশ্ন:ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন হিসেবে স্বীকৃত আইনটি মূলত কী ছিল?

উত্তর: ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন হিসেবে স্বীকৃত আইনটি ছিল মূলত শ্রমিক আইন।

প্রশ্ন:'ঠরৎমরহ ছঁববহ' নামে ডাকা হতো কাকে?

উত্তর: 'ঠরৎমরহ ছঁববহ' নামে ডাকা হতো রানি প্রথম এলিজাবেথকে।

প্রশ্ন:কে সর্বপ্রথম ইংল্যান্ডে সরকারি পর্যায়ে দরিদ্রের সাহায্য কার্যক্রম সংক্রান্ত প্রথম আইনগত পদক্ষেপ গ্রহণ করেন?

উত্তর: সর্বপ্রথম ইংল্যান্ডে সরকারি পর্যায়ে দরিদ্রের সাহায্য কার্যক্রম সংক্রান্ত প্রথম আইনগত পদক্ষেপ গ্রহণ করেন রাজা অষ্টম হেনরি।

প্রশ্ন:বিভারিজ রিপোর্টে কয়টি সুপারিশ করা হয়?

উত্তর: বিভারিজ রিপোর্টে পাঁচটি সুপারিশ করা হয়।

প্রশ্ন:ইংল্যান্ডে বসতি আইনটি কত সালে প্রণীত হয়?

উত্তর: ইংল্যান্ডে বসতি আইনটি প্রণীত হয় ১৬৬২ সালে।

প্রশ্ন:'কম যোগ্যতার নীতি' কোন দরিদ্র আইনের অন্যতম বৈশিষ্ট্য?

উত্তর: 'কম যোগ্যতার নীতি' ১৮৩৪ সালের দরিদ্র আইনের অন্যতম বৈশিষ্ট।

প্রশ্ন:১৬০১ সালের দরিদ্র আইন প্রণয়ন করেন কে?

উত্তর: ১৬০১ দরিদ্র আইন প্রণয়ন করেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

প্রশ্ন:স্যার উইলিয়াম বিভারিজ সামাজিক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে কয়টি বিষয়কে চিহ্নিত করেছেন?

উত্তর: স্যার উইলিয়াম বিভারিজ সামাজিক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে পাঁচটি বিষয়কে চিহ্নিত করেছেন।

প্রশ্ন:১৮৩৪ সালের দরিদ্র আইনকে 'দরিদ্রদের জেলখানা' বলে আখ্যায়িত করেছেন কে?

উত্তর: ১৮৩৪ সালের দরিদ্র আইনকে 'দরিদ্রদের জেলখানা' বলে আখ্যায়িত করেছেন ডিসরেইলি।

প্রশ্ন:১৬০১ সালের দরিদ্র আইনটি কততম প্রয়াস?

উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইনটি ৪৩ তম প্রয়াস।

\হ

প্রশ্ন:স্যার উইলিয়াম বিভারিজ কে ছিলেন ?

উত্তর: স্যার উইলিয়াম বিভারিজ ছিলেন একজন অর্থনীতিবীদ ও আইনবিদ।

প্রশ্ন:অক্ষম দরিদ্র কারা?

উত্তর: যারা কাজ করতে অক্ষম বিশেষ করে দুর্বল, বৃদ্ধ, অসুস্থ, অন্ধ, বিকলাঙ্গ এবং ছোট শিশুসহ বিধবা মাতা, এদেরকে অক্ষম

শ্রেণির অন্তর্ভুক্ত করা হতো।

প্রশ্ন:আমেরিকায় দান সংগঠন সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: আমেরিকায় দান সংগঠন সমিতি প্রতিষ্ঠিত হয় ১৮৭৭ সালে।

প্রশ্ন:বিভারিজ রিপোর্ট বাস্তবায়নের জন্য কয়টি মূলনীতি গ্রহণ করা হয়?

উত্তর: বিভারিজ রিপোর্ট বাস্তবায়নের জন্য ছয়টি মূলনীতি গ্রহণ করা হয়।

প্রশ্ন:বিভারিজ রিপোর্টে জনসংখ্যাকে সর্বশেষ কয়টি শ্র্রেণীতে ভাগ করা হয়?

উত্তর: বিভারিজ রিপোর্টে জনসংখ্যাকে সর্বশেষ তিনটি শ্র্রেণীতে ভাগ করা হয়।

প্রশ্ন:সক্ষম দরিদ্র কারা?

উত্তর: সবল ও কর্মক্ষম ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বা ঝঃঁৎফু ইবমমবৎং বলা হতো।

প্রশ্ন:ইংল্যান্ডে বাণিজ্যিক মন্দা দেখা দেয় কত সালে?

উত্তর: ইংল্যান্ডে বাণিজ্যিক মন্দা দেখা দেয় ১৮৬০ সালে।

প্রশ্ন:বিভারিজের সুপারিশের উপর ভিত্তি করে ইংল্যান্ডে কয়টি সামাজিক আইন প্রণীত হয়?

উত্তর: বিভারিজের সুপারিশের উপর ভিত্তি করে ইংল্যান্ডে পাঁচটি সামাজিক আইন প্রণীত হয়

প্রশ্ন:কত সালে চড়ড়ৎ খধি ইড়ধৎফ গঠন করা হয়?

উত্তর: ১৮৪৭ সালে চড়ড়ৎ খধি ইড়ধৎফ গঠন করা হয়।

প্রশ্ন:ইংল্যান্ডের দান সংগঠন সমিতি গঠিত হয় কত সালে?

উত্তর: ইংল্যান্ডের দান সংগঠন সমিতি গঠিত হয় ১৮৬৯ সালে।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে