রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন : ঢাকা জাদুঘরকে জাতীয় জাদুঘর নামে রূপান্তরিতকরণ-

উত্তর:১৯৮৩ সালে

প্রশ্ন : সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যাসাগর উপাধি লাভ-

উত্তর:১৮৩৯ সাল

প্রশ্ন : বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত-

উত্তর:১৯৭৮ সালে

প্রশ্ন : আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়-

উত্তর:২৩শে জুন, ১৯৪৯ সাল

প্রশ্ন : আর্জেন্টিনা ও ইংল্যান্ড এর মধ্যে ঐতিহাসিক ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ শুরু-

উত্তর:১৯৮২ সালে

প্রশ্ন : ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়-

উত্তর:২রা জুলাই, ১৯৭২ সালে

প্রশ্ন : ভারত ও বাংলাদেশ এর মধ্যে ঐতিহাসিক মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়-

উত্তর:১৯৭২ সালে

প্রশ্ন : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা সফর করেন-

উত্তর: মাত্র ২ বার

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত-

উত্তর:১লা জুলাই, ১৯২১ সাল

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন চালু-

উত্তর:১৯২৩ সালে

প্রশ্ন : বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়-

১লা জুলাই, ১৯৯১ সালে

প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন স্থাপিত বা প্রতিষ্ঠিত হয়-

উত্তর:২৫শে ডিসেম্বর, ১৯৬৪ সালে

প্রশ্ন : বাংলাদেশে রঙিন টেলিভিশনের প্রথম সম্প্রচার শুরু হয়-

উত্তর:১লা ডিসেম্বর, ১৯৮০ সালে

প্রশ্ন : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শততম জন্মবার্ষিকী পালিত- উত্তর:১৯৬১ সালে

প্রশ্ন : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যধিতে আত্রান্ত হন-

উত্তর:৪৩ বছর বয়সে, ১৯৪২ সালে

প্রশ্ন : পূর্ব ও পশ্চিম জার্মানির মাঝে বার্লিন প্রাচীর নির্মাণকরণ-

উত্তর:১৯৬১ সালে

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদ ভবন-

\হউত্তর:মাত্র ২১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত এবং এটি ৯তলা ভবন বিশিষ্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে