বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'ক্লাইমেট অ্যাকশনের উপর ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ' শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে ২০ ডিসেম্বর দুইদিন ব্যাপী জলবায়ু বিষয়ক ওই কর্মশালাটির আয়োজন করেছে হোপস ফর হিউম্যানিটি সেন্টার।
জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় সারাদেশ থেকে ২৫ জন তরুণ নেতৃত্বকে ক্ষমতায়ন করার লক্ষ্যে ওই কর্মশালার আয়োজন করা হয়। হোপস ফর হিউম্যানিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম সাজ্জাদ-উল-ইসলামের সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাটিমের চিফ ট্রেইনার আমির হামজা। কর্মশালার প্রথম দিনের বিষয়বস্তু ছিল ফাউন্ডেশন অব ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড কমিউনিটি রেসিলেন্স। দ্বিতীয় দিনে কর্মশালার বিষয়বস্তু ছিল এমপাওয়ারিং লিডারস ফর ক্লাইমেট অ্যাকশন।