শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন' সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। 'কিন স্কুল'-এর ১০৪ জন শিক্ষার্থীর মধ্যে ২১ ডিসেম্বর শীতবস্ত্র ও ভ্যাসলিন বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান, কিনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান ও অধ্যাপক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী।