রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অলোক আচার্য, সহকারী শিক্ষক, পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রশ্ন: মানবাধিকার বলতে কি বোঝো? চারটি মৌলিক মানবাধিকার উলেস্নখ করো।

উত্তর: মানবাধিকার হলো জাতি, ধর্ম,বর্ণ, বয়স, নারী-পুরুষ ও আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব স্থানের প্রতিটি মানুষের জন্মগতভাবে প্রাপ্য অধিকার। চারটি মৌলিক মানবাধিকার হলো-

১) মানুষ জন্মগতভাবে স্বাধীন

২) স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার

৩) সমাজে সবার সমান মর্যাদার অধিকার

৪) শিক্ষা গ্রহণের অধিকার।

প্রশ্ন: অটিজম কী? অটিস্টিক শিশু কারা? অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখ।

উত্তর: অটিজম কোনো মানসিক রোগ নয়, এটি মস্তিষ্কের বিকাশগত একটি সমস্যা। অটিজম সমস্যায় আক্রান্ত শিশুরা অটিস্টিক। অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো:

১। অটিস্টিক শিশুদের কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আগ্রহ থাকে এবং সবসময় সেটি সাথে রাখে।

২। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন- ছবি আঁকা, অংক করা বা গান গাওয়া।

৩। তারা সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়।

প্রশ্ন: অটিস্টিক শিশুর সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত? শ্রেণিকক্ষে তোমার অটিস্টিক বন্ধুর সাথে কেমন আচরণ করবে?

উত্তর: অটিস্টিক শিশুর সাথে আমাদের নম্র ও বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত। শ্রেণিকক্ষে অটিস্টিক শিশুর সাথে যেমন ব্যবহার করা উচিত-

১। অটিস্টিক শিশুকে শ্রেণির কাজে সাহায্য করবো।

২। অটিস্টিক শিশুকে কোনে বিষয়ে বিরক্ত করবো না।

৩। তাদের সাথে এমন আচরণ করবো না যাতে তারা কষ্ট পায়।

৪। তারা উত্তেজিত হয় এমন কিছু করা থেকে বিরত থাকবো।

প্রশ্ন: আমাদের দেশে কত বছর পর্যন্ত শিশু শ্রম নিষিদ্ধ? কিভাবে শিশু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তা তিনটি বাক্যে লেখ।

উত্তর: বাংলাদেশে শিশু শ্রম নিষিদ্ধ তবে ১৪-১৮ বছর বয়সী শিশুকে হালকা কাজে নিয়োগ দেয়া যায়।

যেভাবে শিশু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে-

১। অনেক শিশু তাদের পরিবারের অস্বচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।

২। অনেক শিশু খেত-খামারে, ইটের ভাটায়,দোকানে, কলকারখানায় কাজ করে।

৩। পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন।

৪। অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, এটা মানবাধিকার বিরোধী কাজ।

প্রশ্ন: আমাদের দেশে কীভাবে নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে বর্ণনা করো।

উত্তর: আমাদের দেশে বিভিন্নভাবে নারী অধিকারনারী যেভাবে নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে তা নিচে বর্ণনা করা হলো-

১। মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না।

২। চাকরির ক্ষেত্রেও মেয়েরা পিছিয়ে থাকে।

৩। কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না।

৪। বাড়িতে কাজে সহায়তাকারী যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না।

৫। বাড়িতে কাজে সহায়তাকারীদের অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হয়।

প্রশ্ন: নারী জাগরণের অগ্রদূত কে? বেগম রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? তিনি নারী শিক্ষার জন্য কীভাবে অবদান রেখেছেন উলেস্নখ কর।

উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে অবদান রাখায় তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়।

তিনি নারী শিক্ষার জন্য যেভাবে অবদান রেখেছেন তা তুলে ধরা হলো-

১) তিনি ১৯০৯ সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

২) তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন

৩) তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে।

প্রশ্ন: কীভাবে নারী নির্যাতন হয়? নারী নির্যাতন রোধে সরকার কী ভূমিকা রাখছে?

উত্তর: নারী নির্যাতন বিভিন্নভাবে হয়ে থাকে। সেগুলো হলো-

১। নারীদের এসিড ছুঁড়ে মারা হয়

২। যৌতুকের দাবীতে নির্যাতন ও হত্যা।

৩। ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া

নারী নির্যাতন প্রতিরোধে সরকারের ভূমিকা সরকার নিপীড়নের শিকার নারী ও শিশুদের চিকিৎসাসেবা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শসেবা প্রদান করছে। এছাড়াও নির্যাতন দমনের জন্য ২০১১ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে।

প্রশ্ন: প্রাথমিক চিকিৎসা বলতে কী বোঝো? বাড়িতে নিরাপত্তা রক্ষার ৫টি উপায় লেখ।

উত্তর: কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে চিকিৎসকের কাছে বা হাসপাতালে নেওয়ার আগেই বাড়িতে যে চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।

ঊাড়িতে নিরাপত্তা রক্ষার ৫টি উপায় নিচে দেওয়া হলো-

১। ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা

২। খালি পায়ে বা ভেজা হাতে বৈদু্যতিক তার না ধরা।

৩। ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা, যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে।

৪। গ্যাসের চুলা ও বিদু্যত ব্যবহারের পর বন্ধ রাখা

৫। আগুনের ব্যবহারে সতর্ক থাকা।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে